শরীয়তপুর জেলা শহরে আজ সোমবার সকাল ছয়টা থেকে হরতাল চলছে। শরীয়তপুর জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) হাবীবুর রহমান ও তাঁর ভাই মনির হোসেন হত্যা মামলার রায় প্রত্যাখ্যান করে তাঁদের পক্ষের লোকজন এই কর্মসূচি পালন করছেন।
from প্রথম আলো https://www.prothomalo.com/bangladesh/district/শরীয়তপুরে-ভাইসহ-পিপি-হত্যার-রায়-প্রত্যাখ্যান-করে-আধাবেলার-হরতাল
via IFTTT
শরীয়তপুরে ভাইসহ পিপি হত্যার রায় প্রত্যাখ্যান করে আধাবেলার হরতাল
Sunday, March 21, 2021
Share This Article :



Emoticon