BLANTERVIO103

চা–বাগানে এক দিন

চা–বাগানে এক দিন
Tuesday, December 29, 2020
ফটিকছড়ির নারায়ণহাটে ‘নেপচুন চা–বাগান’। চা–শ্রমিকেরা নতুন গাছ লাগানোর জন্য জমি প্রস্তুত করার কাজ করছেন। চারা তৈরি করা হচ্ছে আলাদা ছাউনিতে। নির্দিষ্ট সময় পরপর গাছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পানি ছিটানো হচ্ছে। কোথাও পাতা পরিচর্যা ও পাতা তোলার ব্যস্ততা। চারা লাগানো ও পাতা তোলা থেকে শুরু করে এ বাগানে কাজ করেন বেশ কয়েকজন শ্রমিক। বাগান থেকে তোলার পর কারখানায় প্রক্রিয়াজাতকরণ শেষে সবুজ পাতা রূপ নেয় কালচে রঙের দানাদার চায়ে।

from প্রথম আলো https://www.prothomalo.com/photo/glimpse/চাবাগানে-এক-দিন
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269