মাছটি দেখতে অনেকটা গিটারের মতো। কক্সবাজারের যেসব জেলেরা বঙ্গোপসাগরে যান, তাঁরা একে ‘পিতাম্বরী মাছ’ নামে ডাকেন। বাংলাদেশে কালে-ভদ্রে ধরা পড়া মহাবিপন্ন প্রজাতির এই মাছটিকে। বিশ্বজুড়ে মাছটিকে ডাকা হয় ‘জায়ান্ট গিটারফিশ’ নামে। বিশ্বের প্রাণী বিজ্ঞানীরা এতদিন জানতেন, এই জাতীয় মাছের মোট ১১টি প্রজাতি আছে।
from প্রথম আলো https://www.prothomalo.com/bangladesh/কক্সবাজারে-পাওয়া-গেল-মহাবিপন্ন-গিটারফিশের-নতুন-প্রজাতি
via IFTTT
কক্সবাজারে পাওয়া গেল মহাবিপন্ন গিটারফিশের নতুন প্রজাতি
Wednesday, June 30, 2021
Share This Article :
Emoticon