কয়েক বছর পর আরেকটি কাঁঠালগাছ জন্মায় আমাদের বাড়িতে। মূলত সেই গাছটির কাঁঠাল খাওয়ার পর আমরা যে বীজ ফেলে দিই, তা থেকেই গাছটি জন্মেছিল। ধীরে ধীরে গাছটি বড় হতে লাগলো। খুব কম সময়ের মধ্যেই ফল এল। প্রথমবার খুব কম ফল ছিল। কিন্তু পরবর্তী সময়ে সংখ্যা বৃদ্ধি পেতে লাগল। প্রতিবছর সর্বনিম্ন ৪০টি করে কাঁঠাল হতো।
from প্রথম আলো https://www.prothomalo.com/writings/একটি-কাঁঠালগাছ
via IFTTT
একটি কাঁঠালগাছ
Sunday, July 18, 2021
Share This Article :
Emoticon