মালয়েশিয়ার মন্ত্রী খায়রি জামালুদ্দিন বলেন, ওই কেন্দ্রের ৪৫৩ জন কর্মীর মধ্যে ২০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, তাঁদের সংক্রমণ মাত্রা তুলনামূলক কম। করোনার উপসর্গও তুলনামূলক কম। এই কর্মীদের টিকা দেওয়া হয়েছে।
from প্রথম আলো https://www.prothomalo.com/world/মালয়েশিয়ার-২০০-স্বাস্থ্যকর্মী-করোনা-পজিটিভ
via IFTTT
মালয়েশিয়ার ২০০ স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ
Tuesday, July 13, 2021
Share This Article :
Emoticon