খুব ছোটবেলা থেকেই বাড়িতে বইটা দেখতাম। হলুদ হয়ে আসা জীর্ণ পাতাগুলো একসময় মূল বই থেকে ছিঁড়ে আসা শুরু করেছে। এ অবস্থাতেই প্রথমবারের মতো পড়ে ফেললাম। এরপর বুকের ভেতর কী তোলপাড়! জীবনের ছোট ছোট অনুভূতিগুলোর কী চমৎকার প্রতিফলন মিলল সেখানে। হুমায়ূন আহমেদের লেখা প্রথম উপন্যাস ‘শঙ্খনীল কারাগারে’র কথা বলছি। তাঁর সঙ্গে আমার পরিচয় হয়েছিল এই ‘শঙ্খনীল কারাগার’ দিয়ে।
from প্রথম আলো https://www.prothomalo.com/ফেলে-আসা-কৈশোর-এবং-একজন-হুমায়ূন-আহমেদ
via IFTTT
ফেলে আসা কৈশোর এবং একজন হুমায়ূন আহমেদ
Sunday, July 18, 2021
Share This Article :
Emoticon