কানাডার বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ দেশটিতে পড়তে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে। পাঁচটি গবেষণাকর্মের জন্য দেওয়া হবে এ বৃত্তি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতির সম্মানে এবং বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে কানাডায় স্নাতক অথবা স্নাতকোত্তর শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন। কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের প্রধান পৃষ্ঠপোষক খলিলুর রহমান গত ১৫ আগস্টে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এ ঘোষণা দেন। আগামী ১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে আগ্রহীদের।
from প্রথম আলো https://www.prothomalo.com/education/scholarship/কানাডায়-পড়া-বাংলাদেশিদের-জন্য-বঙ্গবন্ধু-সেন্টার-ফর-বাংলাদেশ-স্টাডিজের-বৃত্তি
via IFTTT
কানাডায় পড়া বাংলাদেশিদের জন্য বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের বৃত্তি
Monday, September 27, 2021
Share This Article :
Emoticon