রাজ্যের সব চাওয়া–পাওয়ার সুখ এসে ভিড় করল উৎপলের মাথায়। নিজেকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। থরথর করে কাঁপছে সারা শরীর। একটা শীতল অনুভূতিতে গায়ের সব লোম দাঁড়িয়ে গেছে। বুকের ধুকপুকানিটাও অতিমাত্রায় বেড়েছে। রাস্তার বকুলগাছটার সব বকুল তার ঘরে ঝরে পড়ছে। হাসনাহেনার তীব্র ঘ্রাণে চারপাশ মাতোয়ারা। কোজাগরি জোছনার মোহময় নরম আলোয় আলোকিত তার ঘর।
from প্রথম আলো https://www.prothomalo.com/writings/পেন্ডুলাম
via IFTTT
পেন্ডুলাম
Friday, October 29, 2021
Share This Article :
Emoticon