কয়েক দিন আগে গাজীপুরের শিমুলতলী থেকে বাসে চড়ে কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছিলেন রওশন আরা (ছদ্মনাম)। তিনি উত্তরায় একটি ব্যাংকে কাজ করেন। বাসে ওঠার কিছুক্ষণ পরই তিনি বুঝতে পারেন পেছনের সিটে বসা তরুণ এক যাত্রীর চোখ তাঁকে অনুসরণ করছে। কিছুটা অস্বস্তি নিয়েই তিনি ঢাকায় পৌঁছানোর জন্য অপেক্ষা করতে লাগলেন।
from প্রথম আলো https://www.prothomalo.com/opinion/column/নারীর-প্রতি-সহিংসতা-রোধে-সহিংসতা-কী-তা-বোঝা-জরুরি
via IFTTT
নারীর প্রতি সহিংসতা রোধে ‘সহিংসতা’ কী তা বোঝা জরুরি
Friday, November 26, 2021
Share This Article :
Emoticon