সম্প্রতি ইউএনডিপির বৈশ্বিক জ্ঞান সূচক ২০২০ প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে একটি দেশের সাতটি ক্ষেত্রে বিদ্যমান জ্ঞানের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন। আর এ সাত ক্ষেত্র হচ্ছে প্রাক্-বিশ্ববিদ্যালয় শিক্ষা, টেকনিক্যাল-ভোকেশনাল শিক্ষা ও ট্রেনিং, উচ্চশিক্ষা ও গবেষণা, উন্নয়ন এবং আবিষ্কার (ইনোভেশন), তথ্য এবং যোগাযোগপ্রযুক্তি, অর্থনীতি এবং সাধারণ সক্ষমতার পরিবেশ সৃষ্টি। এ বৈশ্বিক জ্ঞান সূচক–২০২০–এর ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশ ১১২তম। এতে অবাক না হলেও মনটা বেশ খারাপই হলো।
from প্রথম আলো https://www.prothomalo.com/education/higher-education/বৈশ্বিক-জ্ঞান-সূচক-এবং-বাংলাদেশের-উচ্চশিক্ষা
via IFTTT
বৈশ্বিক জ্ঞান সূচক এবং বাংলাদেশের উচ্চশিক্ষা
Monday, January 25, 2021
Share This Article :
Emoticon