বৃত্তিতে আবেদন থেকে শুরু করে পড়া শেষ পর্যন্ত শিক্ষার্থী নানা সুযোগ–সুবিধা পেয়ে থাকেন। প্রতিবছর ৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের এসব বৃত্তিতে শিক্ষার্থীরা টিউশন ফি, মেডিকেল ফি, ভিসা ফি এবং মাসে হাত খরচের অর্থও পান। বিশ্বের সেরা এসব বৃত্তির তালিকায় মধ্যপ্রাচ্যের দেশ কাতারের হাম্মাদ বিন খলিফা ইউনির্ভাসিটি স্কলারশিপ, আইডিবি স্কলারশিপ, ক্যামব্রিজ গেটস স্কলারশিপ, সাস্কাচুয়ান বৃত্তি, কমনওয়েলথ বৃত্তি, আজারবাইজার সরকারি বৃত্তি ও স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ
from প্রথম আলো https://www.prothomalo.com/education/scholarship/বিনা-মূল্যে-পড়ার-সেরা-৭-বৃত্তির-আবেদন-করেছেন-কি
via IFTTT
বিনা মূল্যে পড়ার সেরা ৭ বৃত্তির আবেদন করেছেন কি
Wednesday, January 27, 2021
Share This Article :
Emoticon