BLANTERVIO103

[Black_Max-01]ফাইল আপলোডের সেরা সাইট

[Black_Max-01]ফাইল আপলোডের সেরা সাইট
Wednesday, May 26, 2021

What’s Up Guys !
আমারা ফাইল শেয়ারের জন্য বিভিন্ন সাইট বা ড্রাইভ ব্যবহার করি , কিন্তু সেগুলোতে সীমাবদ্ধ স্টোরেজ থাকে । আজ আমি এমন একটা সাইট নিয়ে কথা বলব যেখানে আনলিমিটেড স্টোরেজসহ বিভিন্ন সুবিধা পাবেন ।তো শুরু করার আগে একটাই কথা পুরো পোষ্টটি পড়ে তারপর ঐ সাইটে যাবেন ।


ট্রিকবিডিতে এটি আমার প্রথম পোষ্ট ।আয় করার জন্য ট্রিকবিডিতে আসিনি বরং মানুষকে সাহায্য করার জন্য এই চরিত্রের সৃষ্টি ।।


এই সাইটের সুবিধা :
১।আনলিমিটেট স্টোরেজ ।
২।দ্রুতগতিতে আপলোড ও ডাউনলোড।৩।পাসওয়াড সেট করার সুবিধা ।
৪।আপলোড শুরু করার সাথে সাথে ডাউনলোড লিংক পাবেন ।
অসুবিধা : ।এই সাইটে আনলিমিটেট স্টোরেজ পেলেও প্রতি ফাইলের সাইজ Max 512 Mb এর বেশি হলে আপলোড হবে না ।বড় ফাইল আপলোডের জন্য প্রিমিয়াম মেম্বার হতে হবে তবে এই সাইটে প্রিমিয়াম মেম্বার হওয়ার সার্ভিস এখনো চালু হয়নি ।নিচে সাইটটির কিছু স্ক্রিনশুট দেয়া হলো সাইন আপের পর ID RECOVERY KEY এর মেইল পাবেন ।

হেহ্ আইসে নিজের চ্যানেল প্রোমোট করতে , যারা এধরনের কথা ভাবছেন তাদের আগেই বলে রাখি , শুধুমাত্র শখের বশে আমি ভিডিওটি তৈরি করেছি । আর ভিডিও লোডিংয়ের ক্ষেত্রে দ্রুত লোড হওয়ার জন্য ইউটিওবে আপলোড করেছি তাছাড়া আমি আরেকটি উদ্যোগ নিয়েছি যে ইউটিউব এ যদি কখোনো অ্যাডসেন্স পাই তাহলে তা থেকে আয়কৃত অর্থ গরিব মানুষের মুখে হাসি ফুটানোর জন্য ব্যায় করব (Mission HFP = Mission Help For Poor )।আর একটা কথা ট্রিকবিডি আমার প্রিয় সাইট এখানে শুধু শেখার জন্য আসা ,এখানে আমি কখোনো আয় করার জন্য আসিনি তবে ট্রিকবিডি থেকে লেখার জন্য যে হাদিয়া পাব তা যেকোন অথর বা কন্ট্রিবিউটার কেই দিব (কারো যদি এই সামান্য অর্থে কোনো উপকার হয় ) ।তো দেখা হবে পরবর্তী কোনো পর্বে ।


কোনো প্রয়োজন হলে Facebook এ অথবা কমেন্ট করুন । আপনাকে সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করব ।

The post [Black_Max-01]ফাইল আপলোডের সেরা সাইট appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3fmsmT5
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269