সরকারের উদ্যোগ, পরিকল্পনার ঘাটতিকে আরও প্রকট করে তুলছে জলবায়ুর পরিবর্তন। পলি জমে নদ-নদীর তলদেশ স্ফীত হয়েছে, বেড়েছে জোয়ারের পানির উচ্চতা। ফলে স্বাভাবিক সময়েই জীর্ণ, ভাঙাচোরা বাঁধ উপচে অনেক লোকালয়ে পানি ঢুকে পড়ছে। আর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গতকাল মঙ্গলবার উপকূলে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে।
from প্রথম আলো https://www.prothomalo.com/bangladesh/district/যুগ-চলে-যায়-টেকসই-বাঁধের-আশায়
via IFTTT
যুগ চলে যায় টেকসই বাঁধের আশায়
Tuesday, May 25, 2021
Share This Article :
Emoticon