এই মামলার কৌঁসুলি চৌভিনের ৩০ বছর কারাদণ্ড চেয়েছিলেন। আর চৌভিনের আইনজীবী চেয়েছিলেন তাকে মুক্তি দেওয়া হোক। কিন্তু চৌভিন গত এপ্রিলে দোষী প্রমাণিত হন। চৌভিনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণ হয়। এগুলো হলো ‘সেকেন্ড ডিগ্রি’ অনিচ্ছাকৃত খুন, ‘থার্ড ডিগ্রি’ খুন এবং ‘সেকেন্ড ডিগ্রি’ নরহত্যা।
from প্রথম আলো https://www.prothomalo.com/world/usa/ফ্লয়েড-হত্যায়-সেই-পুলিশ-কর্মকর্তাকে-২২-বছর-কারাদণ্ড
via IFTTT
ফ্লয়েড হত্যায় সেই পুলিশ কর্মকর্তাকে ২২ বছর কারাদণ্ড
Friday, June 25, 2021
Share This Article :
Emoticon