তোমার ধারণা ঠিকই আছে, তবে একটু ভুল করেছ। রেফারেন্স দিলেও কারও লেখা বাক্য হুবহু লেখা যাবে না। তোমাকে শব্দান্তর বা ভাষান্তর করে লিখতে হবে। এর জন্য ধরাবাঁধা কোনো নিয়ম নেই। তবে সাধারণত একটি বাক্যে তিন থেকে চারটির বেশি হুবহু শব্দও থাকা যাবে না। চেষ্টা করতে হবে প্রতিটি শব্দেরই প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করতে। তবে তুমি যদি হুবহু বাক্য দিতেও চাও, এর জন্যও আলাদা পদ্ধতি আছে, যেটা তোমাকে শিখতে হবে।
from প্রথম আলো https://www.prothomalo.com/education/higher-education/গবেষণায়-অসদাচরণ-বাঁচতে-হলে-জানতে-ও-মানতে-হবে
via IFTTT
গবেষণায় অসদাচরণ: বাঁচতে হলে জানতে ও মানতে হবে
Thursday, September 2, 2021
Share This Article :
Emoticon