আদালত বলেছেন, নথিপত্রে দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশনা ও আইন লঙ্ঘন করে বেআইনি পন্থায় অভিযুক্ত পরীমনিকে গ্রেপ্তার করা হয়। এভাবে নাগরিকের অধিকার বেআইনি পন্থায় খর্ব করা যায় না। একইভাবে প্রতিটি নাগরিকের আইন ও আইনি প্রক্রিয়ার প্রতি অনুগত থাকতে হয়। বর্তমান মামলায় যে পন্থায় তাঁকে (পরীমনি) গ্রেপ্তার, আদালতে হাজির এবং হাজিরের পর চার দিনের জন্য রিমান্ডে পাঠানো হয়, তাতে অভিযুক্তর নিরাপত্তা ও অধিকার খর্ব হয়েছে।
from প্রথম আলো https://www.prothomalo.com/bangladesh/যে-কারণে-বিচারকদের-ব্যাখ্যা-চাওয়া-তদন্তকারীকে-তলব
via IFTTT
যে কারণে বিচারকদের ব্যাখ্যা চাওয়া, তদন্তকারীকে তলব
Thursday, September 2, 2021
Share This Article :
Emoticon