অনেক দিন কথা হয় না, অনেক কথার স্বর্ণচূড়া জমে আছে, তোকে ছাড়া বলা হয় না। কদমগাছের ডালটা বেয়ে হলদে ফুলের পাপড়িগুলো ছেঁড়া হয় না, প্রজাপতির পিছু পিছু তোকে ছাড়া ছোটা হয় না। ফড়িংগুলো ধরতে যেয়েও থমকে গিয়ে ধরা হয় না, নতুন লাটাই ঘুড়ি কিনেও তোকে ছাড়া ওড়া হয় না। কলমি ফুলের গাঁথা মালা পড়া হয় না, ডোবার জলে ইচ্ছেমতো নাওয়া হয় না।
from প্রথম আলো https://www.prothomalo.com/writings/কেমন-আছিস
via IFTTT
কেমন আছিস
Sunday, October 3, 2021
Share This Article :
Emoticon