BLANTERVIO103

Android এর 5 টি Best Action Games! (Part-4)

Android এর 5 টি Best Action Games! (Part-4)
Tuesday, April 26, 2022

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।

কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই।

এটা হচ্ছে 5 best action games for android এর ৪র্থ পর্ব। ১ম,২য় ও ৩য় পর্বগুলোও আপলোড করা হয়েছে। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন।

এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।

যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।

5) Game Name : Max Payne

Game Developer : Rockstar Games

Game Size : 1.2 GB+

Required OS : 7.0+ (Supported)

Game Type : Offline

Game Version : 1.7

Game Link : Pdalife

https://ift.tt/ZUy3Ri5

আপনারা যারা GTA San Andreas, GTA 3, GTA Liberty City Stories, GTA Chinatown Wars গেমগুলো খেলেছেন তারা অবশ্যই Rockstar Games Company কে চিনেন।

এই কোম্পানিটিই এই গেমটিকে তৈরি করেছে। যদিও গেমটি অনেক পুরোনো। তবুও এই গেমটির Story Mode + Action দুটিই আপনাকে মুগ্ধ করবে।

গেমটির গ্রাফিক্স নিয়ে কিছু বলবো না কারন গেমটি অনেক পুরোনো। গেমটি Rockstar Games Officially ২০১২ সালে Android Platform এর জন্যে রিলিজ দেয়। এর PC Version ও আছে। অনেকেই হয়তোবা PC তেই গেমটি খেলেছেন।

যারা খেলেননি তারা Mobile Version টি খেলে দেখতে পারেন। আমি Mod Version এর লিংক দিয়েছি। এতে আপনারা Mod Developer Menu পাবেন যেখানে Cheats, Tweaks ইত্যাদি পেয়ে যাবেন।

এর জন্যে আপনাকে নিম্নোক্ত নির্দেশনা ফলো করতে হবে।

In main menu, select Cheats – Cheats and tweaks (in older versions – Options – Cheats and tweaks) and select the necessary items.

গেমটি খেলতে হলে আপনার কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না। মানে গেমটি একেবারে অফলাইন। গেমপ্লে একেবারে Smoothly Enjoy করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।

গেমটিতে আপনি Slow Motion এ Shooting ও করতে পারবেন। দেখতে অসাধারন লাগে। আপনি অনেকটাই Unique Gameplay Experience পাবেন।

গেমটি প্লে-স্টোরে Available আছে। প্লে-স্টোরে গেমটি Paid। যার মূল্য বাংলাদেশী টাকায় ২৫০ টাকা। গেমটিকে প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫ লক্ষ+ বার এবং গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

গেমটির কিছু ফিচারস এর কথা উল্লেখ করা হলোঃ

 

• Max Payne’s signature slow motion gunplay, Bullet Time®

• Stunningly sharp, HD quality resolution and textures

• Gameplay tailored for touch screen devices

• Highly customizable controls

• Multiple aiming modes

• Compatible with the GameStop Wireless Game Controller and select USB gamepads

• Integrated with Immersion Haptic Vibration Feedback

• Tailor your visual experience with adjustable graphic settings

• Unlock cheats, track your stats and more with full Rockstar Games Social Club integration

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

4) Game Name : Storm Blades

Game Developer : Kiloo

Game Size : 102 MB

Required OS : 4.1+

Game Released Date : March 19, 2015

Game Version : 1.5.1

Game Link : Playstore/Pdalife/Rexdl/Revdl

100 MB এর ভিতরে এটি একটি অসাধারন গেম। যেকোনো ডিভাইসেই আপনি অনায়াসেই গেমটিকে Smoothly খেলতে পারবেন।

গেমটির গ্রাফিক্স আপনাকে মুগ্ধ করবেই কারন এখানে Action এর সাথে সাথে Main Character + Enemy গুলোকে এত সুন্দর ভাবে Design করা হয়েছে যে আপনাকে একটি সুন্দর Experience দিবে গেমটি।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ৫০ লক্ষাধিকবারেরও বেশি এবং রিভিউ করা হয়েছে ৯৯ হাজার+ বার এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

আপনি গেমটিতে Smooth Control তো পাবেনই তার সাথে অসাধারন Gameplay এর Experience পাবেন।

গেমটির কিছু ফিচার নিচে দিচ্ছিঃ

* Free-flowing, fast-paced sword fighting action

* Upgrade your sword and infuse it with mystical powers

* Battle your way through a variety of unforgiving enemies

* Venture into the overgrown jungle and discover ruins that time forgot

* Compete with Warriors around the world for a chance at glory

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

3) Game Name : Godzilla Strike Zone

Game Developer : Warner Bros, International Interprises

Game Size : 80 MB (APK+DATA)

Required OS : 4.0+

Game Released Date : 06 May, 2014

Game Version : 1.0.1

Game Link : Pdalife

https://ift.tt/XZjnUaz

Godzilla Movie টি দেখেছেন কে কে আছেন? এই মুভিটি দেখেননি এমন Movie Fan খুব কমই পাওয়া যাবে। এই গেমটি সেই মুভিটির উপর Based করেই বানানো হয়েছে।

গেমটিতে আপনি Godzilla Movie এর Experience পাবেন। মনে হবে আপনি সরাসরি খেলছেন মুভি তে গিয়েই। কারন এখানে FPS + Sound + Graphics সব দিক দিয়েই গেমটিকে অসাধারনভাবে ডেভেলপ করা হয়েছে।

গেমটিকে প্লে-স্টোর থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। কয়েক বছর আগেও ছিল। গেমটি বেশ জনপ্রিয়তা পায়। প্লে-স্টোরে রেটিংও ভালো ছিলো।

তবুও কেন জানি না গেমটিকে প্লে-স্টোর থেকে রিমুভ করে দেওয়া হয়। আসলে গেমটিকে তৈরি করা হয়েছিল মুভিটি দেখার জন্যে। এটি একটি Trial বলতে পারেন।

Trial হিসেবে হলেও গেমটি আপনি খেলেই বুঝতে পারবেন ডেভেলপাররা মাথার ঘাম পায়ে ফেলেই একে ডিজাইন করেছে। কোনো ডিটেইলই মিস করেনি তারা।

এত কম সাইজের ভিতরে এমন অসাধারন একটা গেম দেওয়া সত্যিই প্রশংসাযোগ্য।

মুভির সর্বোচ্চ এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছে তারা। যারা FPS Shooting Action Game পছন্দ করেন তারা Must Try করবেন।

গেমটির Sound Effects আমার কাছে বেশ ভালো লেগেছে। Godzilla Movie টিরই Feel দেয় গেমটি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে গেমটি।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

2) Game Name : The world 3 : Rise of The Demons

Game Developer : Good Games L.L.C.

Game Size : 250 MB

Required OS : 4.0+ (Android 11 তেও চলেছে Smoothly। তাই সব ডিভাইসেই চলবে আশা করছি)

Game Released Date : 20 January, 2017

Game Version : 1.2

Game Link : Pdalife/Rexdl/Revdl

https://ift.tt/hoXYUEp

RPG Action Game Lover দের জন্যে এই গেমটি। এত কম সাইজের ভিতরে এত সুন্দর একটি গেম পাওয়া খুবই দুস্কর ব্যাপার।

কারন এমন গেম আপনি এত কম সাইজের ভিতরে খুব কমই পাবেন। যেখানে এই ধরনের গেমের পিছনে বর্তমানে 1-2 GB+ Data খরচ করতে হয়। সেখানে এই গেমটি 250 MB এর ভিতরে আপনাকে অনেক কিছুই offer করছে।

গেমটিতে আপনি সুন্দর গ্রাফিক্স এর সাথে পাচ্ছেন অসাধারন Storyline + Good Controls + Smooth Gameplay।

গেমটির Storymode আপনার ভালো লাগবে বলে আশা করছি। গেমটি আপনি প্লে-স্টোরে পাবেন না। আমি লিংক দিয়ে দিয়েছি কোথা থেকে পাবেন গেমটি।

গেমটিতে Arena, Rank, Boos Fight, Upgrades, Swords অনেক কিছুই আপনি পেয়ে যাবেন। তাই আপনাকে Boring Feel করাবে না আশা করছি।

আমি নিজেও গেমটি অনেকবারই খেলেছি। আমার কাছে বেশ ভালোই লেগেছে।

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

1) Game Name : 9MM

Game Developer : Gameloft

Game Size : 900 MB

Required OS : 2.2+

Game Type : Offline

Game Version : 1.0.1

Game Link : Pdalife

https://ift.tt/RlhNIeO

এটি Gameloft এর আরেকটি Masterpiece। গেমটির অসাধারন Storyline আপনাকে মুগ্ধ করতে বাধ্য।

এই গেমটিতেও আপনি Slow Motion পেয়ে যাচ্ছেন। তবে এই গেমে Slow motion এর যে মজাটা আছে তা অন্য গুলোতে খুব কমই দেখা যায়।

কারন এই গেমের Slow motion কোনো Hollywood action film এর মতো কাজ করে। ছাদ ভেঙে নিচে লাফ দেওয়ার সময় enemy কে shoot করার সময় যে slow motion টা কাজ করে তা এক কথায় দারুন লাগে।

এখানে আপনি যে গ্রাফিক্স পাবেন সেটা নিয়ে কোনো complain করাটা ঠিক হবে না। কারন গেমটি অনেক পুরোনো। এই গেমটিকে যদি gameloft remastered করতো কিংবা আবার তৈরি করতো তাহলে গেমটি অনেক জনপ্রিয় হতো।

কারন এই গেমের সেই potential আছে। যাই হোক, গেমটির গ্রাফিক্স যে ফেলে দেওয়ার মতো তা কিন্তু না। গেমটি গ্রাফিক্স অনেক ভালো।

In fact, বর্তমানের অনেক গেমের সাথেই টক্কর দিতে পারবে এই ক্ষমতা এই গেমের আছে। যখন Gameloft একটি ভালো কোম্পানি ছিল তখন এই ধরনের প্রচুর Masterpiece Gameloft আমাদেরকে উপহার দেয়।

এর আগেও আমি অনেকগুলো গেমের নামই আপনাদেরকে বলেছি। আশা করছি এই গেমটি আপনাদের ভালো লাগবে।

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন।

পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার।

আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো।

যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন।

তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি।

আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে?

আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই।

তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

The post Android এর 5 টি Best Action Games! (Part-4) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/6nl3t0K
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269