BLANTERVIO103

মুসলমানদের জন্য সেরা নয়টি কুরআন শরীফ অ্যাপ নিয়ে নিন আপনার অ্যান্ড্রোয়েড ফোনে

মুসলমানদের জন্য সেরা নয়টি কুরআন শরীফ অ্যাপ নিয়ে নিন আপনার অ্যান্ড্রোয়েড ফোনে
Friday, April 22, 2022

 

আসসালামু আলাইকুম বন্ধুরা,

কেমন আছেন সবাই?

আশা করছি সবাই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন।

সব মুসলিম ভাই-বোনদের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পোস্ট

কুরআন শরীফ,প্রত্যেক মুসলমানের কাছে যেটি সবচেয়ে প্রিয় নাম।

প্রত্যেক মুসলমানের জন্য কুরআন শরীফ জানা এবং পড়া অবশ্য কর্তব্য এবং কুরআন শরীফ তেলওয়াত করা সর্বশেষ্ঠ নফল ইবাদত।

বর্তমান আধুনিক যুগে আমরা কুরআন শরীফ খুব সহজেই নিজের ফোনেই পড়তে পারি।তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা ফিচার সম্বলিত কুরআন অ্যাপ যেটা দিয়ে আপনি সহজেই ঘরে বসে নিজের ফোনে কুরআন পড়তে পারবেন।

তো চলুন শুরু করা যাক:-

9.Quran Ul Kareem -Translations

Size:-76 mb

Rating:-4.7

Download:-10K+

অ্যাপটির ফিচারসমূহ:-

1.এই কুরআন অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজেই কুরআন পড়তে পারবেন।

2.এই অ্যাপটির মধ্যে শুধু আরবীতে কুরআন পড়ার সুবিধা রয়েছে।

3.এই অ্যাপটিতে কুরআন পড়ার পাশাপাশি,
আপনি যেকোন আয়াত এর ইংরেজি অনুবাদ দেখতে পারবেন সেই আয়াতের ওপর ক্লিক করে।

4.একইসাথে আপনি কুরআন তেলওয়াত শুনতে পারবেন তবে তার জন্য অবশ্যই ইন্টারনেট সংযোগ লাগবে।

Download Link:-Quran Ul Kareem -Translations

8.Quran-القران الكريم

Size:-18 mb

Rating:-5

Download:-100K+

এটি অ্যান্ড্রোয়েড ফোনের জন্য সেরা একটি কুরআন অ্যাপ।
এই কুরআন অ্যাপটিতে সূরা এবং পারা অনুসারে আলাদা করে কুরআন সাজানো আছে।

আর এর সাথে রয়েছে যে কোন আয়াত বুকমার্ক করার সুবিধা এবং আপনি শেষ কতোদূর কুরআন পড়েছিলেন সেটাও নিজে নিজেই সেভ করে রাখবে এই অ্যাপসটি।

অনেকটা বাড়ির নূরানী কুরআনের মতো করে সাজানো হয়েছে এই অ্যাপসটি ,তারসাথে রয়েছে জুম করে কুরআন পড়ার সুবিধা।


Download Link:-Quran-القران الكريم

7.Al-Quran আল কুরআন
Size:-26 mb
Rating:-4.7
Download:-500K+

এই কুরআন অ্যাপটি একটি সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত এবং এটিতে খুব সহজ ব্যবহারযোগ্য ইন্টারফেস রয়েছে।
তাই যে কেউ খুব সহজে এই অ্যাপটি ব্যবহার করতে পারবে।

অ্যাপটির ফিচারসমূহ:-

১:-কুরআন পড়া এবং শোনার জন্য সহজ এবং সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই অ্যাপটি।

২:-বিখ্যাত সব কারীদের তেলাওয়াত ডাউনলোড করে শোনার সুবিধা।


৩:-আয়াত এবং সুরা রিপিটেশন এর মাধ্যমে কুরআন মুখস্থ করা।

৪:-রাতে কুরআন পড়ার জন্য ডার্ক মোড সুবিধা

৫:-যে কোন আয়াত বুকমার্ক,কপি এবং শেয়ার করার সুবিধা।

৬:-সালাতের সময় আযান এলার্ম এবং কেবলার দিক বের করার সুবিধা।

৭:-রমজানের জেলাভিত্তিক ইফতার ও সেহরীর সময়সূচী।

৮:-বিভিন্ন দোয়া,আল্লাহর নাম,কালেমা এবং তাসবিহ সুবিধা।

Download Link:-Al-Quran আল কুরআন

6.কুরআন তাফসির Quran Tafsir

Size:- 78 mb

Rating:-4.7

Download:–1M+

এই কুরআন অ্যাপে কুরআন ছাড়াও ইসলামের আরও বিভিন্ন বিষয় যেমন:- নামাজ,রোজা,হজ্জ,যাকাত,দোয়া,তওবা ইত্যাদি বিষয়ে বর্ণনা করা আছে।

এই কুরআন অ্যাপে আপনি কুরআনের বাংলা ট্রান্সলেশনের সাথে সাথে আয়াতের ইংরেজি ট্রান্সলেশন দেখতে পারবেন।

যে কোন আয়াতের উপর ক্লিক করে সেটা বুকমার্ক এবং তার তাফসীর দেখতে পারবেন।

এবং নিজের ইচ্ছামত ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন।

Download Link:-কুরআন তাফসির Quean Tafsir

5.Bangla Quran-Quran-উচ্চারণসহ(কুরআন মাজীদ)

Size:-11 mb
Rating:-4.8
Download:-1M+

এই কুরআন অ্যাপে আমার যে জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে সেটি হল এর থিম।
এই কুরআন অ্যাপে ৫ রকমের থিম রয়েছে।

এরমধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগে মিল্ক থিম।
অ্যাপটির ইন্টারফেস খুব সহজ এবং সুন্দর।

যে কোন আয়াতের উপর ক্লিক করে সেটা বুকমার্ক এবং তার তাফসির দেখতে পারবেন।

কুরআনে কোন শব্দ কতবার আছে এবং কোন আয়াতে আছে তার বর্ণনা।

এছাড়া আপনি যে কোন আয়াত সার্চ করতে পারবেন এবং কারীর তেলোয়ার ডাউনলোড করে শুনতে পারবেন

Download Link:-Bangla Quran-Quran-উচ্চারণসহ(কুরআন মাজীদ)

4.Quran Majeed -Ramadan,Athan

Size:-185 mb

Rating:-4.6

Download:-10M+


আমার ব্যবহার করা সবগুলো কুরআন অ্যাপ এর মধ্যে সবথেকে বেশি ফিচার রয়েছে এই কুরআনে অ্যাপে।



অ্যাপটির ফিচারসমূহ:-


1:-অ্যাপ এর শুরুতে রয়েছে হিজরী এবং ইংরেজি সালের হিসাব।

2:-তারপর রয়েছে Quran Majeed,Visual Quran,Qibla Direction,Allah Name,Tasbeeh,Dua,Makkah Live,Madina Live,Prayer Time,Quran Tv,Halal Places for food,Hijri Converter ইত্যাদি।

3:-আপনি কত সময় কুরআন পড়লেন তার হিসাব রাখবে এই অ্যাপটি।

4:-রয়েছে অসংখ্য ক্বারীর তেলাওয়াত শোনার সুবিধা (ইন্টারনেট প্রযোজ্য)।


5:-এছাড়াও রয়েছে সাতটি তাফসীর গ্রন্থ।

6:-লোকেশন অনুযায়ী নামাজের সময় এবং নামাজের সময়ের এলার্ম।

7:-এছাড়াও রয়েছে অসংখ্য কুরআনের ফ্রন্ট ডাউনলোড করার সুবিধা।

7:-এছাড়াও রয়েছে অসংখ্য থিম।

8:-প্লে স্টোরে থাকা সব থেকে বেশি ফিচার সম্পূর্ণ কুরআন অ্যাপ এটি।

শুধু এইবার একটাই অসুবিধা যে এই অ্যাপে অল্প এড আছে।

Download Link:-Quran Majeed -Ramadan,Athan

3.Al Quran(Tafsir & By Word)

Size:-18 mb

Rating:-4.8

Download:-1M+

এটাও অনেকটা আগের কুরআন অ্যাপের মতো।



তবে এই অ্যাপেও অনেক গুলো ফিচার রয়েছে চলুন সেগুলো দেখে নিই:-

১:-এই কুরআন অ্যাপে আপনি যে ভাষায় কুরআনের অনুবাদ,ট্রান্সলেশন,word by word,তাফসির পড়তে চান সেই ভাষা খুব সহজেই আপনি ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন।

এর জন্য অ্যাপটির মধ্যে রয়েছে অনেকগুলো ভাষায ডাউনলোড করার সুবিধা।


২:-নিজের ইচ্ছামত ফন্টের সাইজ নিয়ন্ত্রণ করার সুবিধা।

৩:-আপনি শেষ কোন সূরার কোন আয়াত পড়েছিলেন সেটা খুব সহজেই দেখতে পারবেন।

৪:-নিজের পছন্দমত ক্বারীর তেলওয়াত ডাউনলোড করে শুনতে পারবেন।

৫:-কোরআনের যে কোন শব্দের উপর ক্লিক করে শব্দটির অর্থ এবং শব্দটির আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন

৬:-পোর্ট্রেট ল্যান্ডস্কেপে কুরআন পড়ার সুবিধা।


৭:-অ্যাপটির মধ্যে রয়েছে একটি আরবি ডিকশনারি যার মাধ্যমে আপনারা সকলে আরবি শিখতে পারবেন।

Download Link:-Al Quran

2.Quran Mazid(Tafsir & By Words)

Size:-32mb

Rating:-4.8

Download:-500K+

আমার ব্যাবহার করা সেরা আরেকটি কুরআন অ্যাপস হলো এটি।

এছাড়াও আমার এই পোস্টে বলা সবগুলো কুরআন অ্যাপের মধ্যে এই অ্যাপে দ্বিতীয় সবচেয়ে বেশি ফিচার রয়েছে।

ফিচার গুলো সংক্ষেপে জেনে নিই:-

১:-এই কুরআন অ্যাপটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো,এই অ্যাপে কুরআনের প্রত্যেক তা আরবী শব্দের word by word বাংলায়,ইংরেজী এবং ইন্দোনেশিয়ান ভাষায় ট্রান্সলেট করা আছে।


যা দেখে আপনারা কুরআনের প্রত্যেক আরবি শব্দের অর্থ এবং সহজে আরবি ভাষা শিখতে পারেন।

২:-আপনি আপনার ইচ্ছামত আরবি এবং বাংলা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন।

৩:-অসংখ্য ভাষায় কুরআনের অনুবাদ রয়েছে এই অ্যাপে।

৪:-যেকোনো আয়াতের উপর ক্লিক করে আয়াতটির তাফসীর দেখার সুবিধা।


৫:-যে কোন আয়াত বুকমার্ক,কপি,শেয়ার এবং পিন করার সুবিধা।

৬:-কুরআনের তেলাওয়াত শোনা(ইন্টারনেট প্রযোজ্য)

৭:-কুরআনে কোন শব্দ কতবার আছে এবং কোন আয়াতে আছে তার বর্ণনা।

৮:-কুরআনের যে কোন শব্দের উপর ক্লিক করলে তার সঠিক উচ্চারণ শুনতে পারবেন(ইন্টারনেট প্রযোজ্য)

Download Link:-Quran Mazid(Tafsir & By Words)

1.Al-Quran Bangla

Size:-82.9 mb

আমার দেখে সবচেয়ে সেরা কুরআন অ্যাপ এটি।

এই কুরআন অ্যপের সবচেয়ে বড় সুবিধা হলো,
এই অ্যাপে আপনি কুরআন তেলওয়াত শুনতে পারবেন তাও আবার অফলাইনে মানে কোনরকম ইন্টারনেট সংযোগ ছাড়াই।

এই কুরআন অ্যাপে আপনি আরও পাবেন আল কুরআন,নামাজ শিক্ষা,আর কেবলার দিক নির্ণয় করার সুবিধা।


আল-কুরআন অপশনে ক্লিক করলে সবগুলো সুরার নাম,আয়াত এবং মাক্কি না মাদানী সুরা তা আপনি দেখতে পারবেন।

সুরাতে ক্লিক করলে আপনি দুটো অপশন পাবেন।

একটি Audio with neaning.

এখানে আপনি সুরা পড়তে পারবেন তারসাথে অফলাইনে তেলওয়াত শুনতে পারবেন।

আরেকটি surah with tafsir.

এখানে আপনি সুরার সাথে সাথে তাফসীরও পড়তে পারবেন।


Download Link:- Quran

The post মুসলমানদের জন্য সেরা নয়টি কুরআন শরীফ অ্যাপ নিয়ে নিন আপনার অ্যান্ড্রোয়েড ফোনে appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/w1IlCe0
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269