BLANTERVIO103

মাল্টিমিডিয়া (Multimedia) কি? মাল্টিমিডিয়ার প্রকারভেদ এবং কি কি কাজে ব্যবহৃত হয়

মাল্টিমিডিয়া (Multimedia) কি? মাল্টিমিডিয়ার প্রকারভেদ এবং কি কি কাজে ব্যবহৃত হয়
Saturday, April 2, 2022

বর্তমান প্রযুক্তির যুগে আমরা অবশ্যই মাল্টিমিডিয়ার সাথে পরিচিত। বিভিন্ন বিনোদন, শিক্ষা সহ অনেক গুরুত্বপূর্ণ প্রফেশনাল কাজে মাল্টিমিডিয়া ব্যবহৃত হয়। এছাড়া বর্তমানে আমাদের দেশে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস চালু হয়েছে।

যেটার মাধ্যমে শিক্ষার্থীরা আরো সহজে তাদের শিক্ষা গ্রহণ করতে পারছে। এছাড়া মাল্টিমিডিয়া আরো অনেক কাজে লাগে। তাহলে চলুন মাল্টিমিডিয়া সম্পর্কে বিস্তারিত জেনে আসি…

• মাল্টিমিডিয়া (Multimedia) কি?
Multimedia শব্দের অর্থ হলো বহুমাধ্যম। কম্পিউটার প্রযুক্তিতে যে প্রক্রিয়ায় লেখালেখি, অডিও, ভিডিও, ফাইল ইত্যাদির মতো অনেক কাজ করা যায় তাকে মাল্টিমিডিয়া বলে।

মাল্টিমিডিয়া হলো এমন একটি মাধ্যম যেটার সাহায্যে বিভিন্ন ধরনের তথ্যকে (যেমন: অডিও, ভিডিও, এনিমেশন ইত্যাদি) একসাথে ব্যবহারকারীর সামনে তুলে ধরা সম্ভব।

• মাল্টিমিডিয়ার প্রকারভেদ:
মাল্টিমিডিয়া প্রধানত দুই প্রকার-
১. লিনিয়ার (linear)
২. নন-লিনিয়ার (non-linear)

লিনিয়ার (linear):
যেসব মাল্টিমিডিয়া সময় এর উপর নির্ভর করে পরিচালিত হয়, তাকে লিনিয়ার মাল্টিমিডিয়া বলে (যেমন: অডিও এবং ভিডিও ইত্যাদি)।

নন-লিনিয়ার (non-linear):
যেসব মাল্টিমিডিয়া সময় এর উপর নির্ভরশীল না, তাকে নন-লিনিয়ার মাল্টিমিডিয়া বলে (যেমন: লেখা ও ইমেজ ইত্যাদি)।

নন-লিনিয়ার মাল্টিমিডিয়া আবার দুই প্রকার-
১. হাইপার মিডিয়া: ইন্টারনেট এবং ওয়েব সাইটগুলোতে মূলত হাইপার মিডিয়ার ব্যবহার হয়ে থাকে। ওয়েবসাইটে বিপুল তথ্য একসাথে উপস্থাপনের জন্য এটি ব্যবহৃত হয়।

২ ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া: বর্তমানে সবচেয়ে বেশি ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া ব্যবহৃত হয়। এই মাল্টিমিডিয়া মধ্যে একজন ইউজারের কন্ট্রোল সব সময় থাকে, সে যেকোন সময় ইচ্ছে করলে অন্য একটি ডিভাইসের মাধ্যমে ইমেজ, ভিডিও ইত্যাদি উপস্থাপন করতে পারে।

• মাল্টিমিডিয়ার ব্যবহার:
১. বিজ্ঞাপন: বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপন প্রদর্শনের জন্য মাল্টিমিডিয়ার ব্যবহার করে।
২. বিনোদন: মানুষ তাদের বিনোদনের জন্যও মাল্টিমিডিয়ার ব্যবহার করে। কোন একটি মুভি বা ইমেজকে বড় করে দেখার জন্য মাল্টিমিডিয়ার ব্যবহার হয়।
৩. শিক্ষাক্ষেত্রে: শিক্ষা ক্ষেত্রে অনেক আগে থেকেই মাল্টিমিডিয়ার ব্যবহার হয়ে আসছে। তবে করোণা ভাইরাসের কারণে অনলাইন ক্লাসের জন্য এর ব্যবহার আরো বেশি বৃদ্ধি পেয়েছে।
৪. ইন্টারনেট: ওয়েবসাইটের মধ্যে তথ্য উপস্থাপনের জন্য মাল্টিমিডিয়ার ব্যবহার হয়।
৫. মেডিকেল: বর্তমানে ডাক্তাররা মাল্টিমিডিয়ার ব্যবহার করে তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছে।
৬. ভার্চুয়াল রিয়েলিটি: ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির ক্ষেত্রে মাল্টিমিডিয়ার অবদান অনেক গুরুত্বপূর্ণ। এই প্রযুক্তির ক্ষেত্রে ও মাল্টিমিডিয়ার ব্যবহার অনেক বেশি হয়।

বন্ধুরা আশা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

 

PTC সাইট থেকে কি টাকা ইনকাম করা যায়?

ই-সিম (Embedded Sim) কি? ই-সিম এর সুবিধা এবং অসুবিধা

The post মাল্টিমিডিয়া (Multimedia) কি? মাল্টিমিডিয়ার প্রকারভেদ এবং কি কি কাজে ব্যবহৃত হয় appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/XGH7JVI
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269