BLANTERVIO103

৫টি উপকারী টেলিগ্রাম বট (পর্ব-১) 5 Useful Telegram Bots (Part -1)

৫টি উপকারী টেলিগ্রাম বট (পর্ব-১) 5 Useful Telegram Bots (Part -1)
Monday, January 31, 2022

আসসালামু আলাইকুম,
কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের পোস্টে আমি কথা বলবো এমন ৫ টি টেলিগ্রাম বট নিয়ে যেগুলো আপনাকে প্রতিদিনের কাজে অনেক সহায়তা করবে বলে ধারনা করছি। তো চলুন শুরু করা যাক।

 

🔥১) Google Drive X

Bot Username : @GdriveXbot

এই Bot এর কাজ হচ্ছে আপনি যে ফাইলটি বা ফাইলের লিংকটি এই Bot এর কাছে পাঠাবেন এই Bot সেই ফাইল বা লিংকটিকে আপনার কাংখিত গুগল ড্রাইভে আপলোড করে দিবে নিজে নিজে।
এছাড়াও এই Bot এর আরো অনেক Features আছে।

Bot টি ব্যবহার করতে হলে আপনাকে যা যা করতে হবেঃ

১) প্রথমে “Start” এ ক্লিক করুন।

২) /login এ ক্লিক করুন।

৩) “Authorization Url” এ ক্লিক করুন

৪) লিংকটি ওপেন করুন

৫) যে জিমেইল দিয়ে লগইন করতে চান সে জিমেইলটিতে ক্লিক করে Continue তে ক্লিক করুন

৬) আপনাকে একটি কোড দেওয়া হবে। তার পাশেই কপি করার আইকন দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে কোডটি কপি করে নিন। এবং ব্যাক করুন।

৭) Bot কে কপি করা লিংকটি পেস্ট করে পাঠান।

ছবির মাধ্যমে দেখানো হলোঃ

 

আপনার কাজ শেষ। লগইন করা হয়ে গিয়েছে। এখন আপনি যা ইচ্ছা ফাইল বটলে সেন্ড করুন আর বট তা সাথে সাথে আপনার ড্রাইভে আপলোড করে দিবে। আপনাকে আর এক্সট্রা এম্বি খরচ করে ড্রাইভে গিয়ে সে ফাইলটি আপলোড করতে হবে না। Bot নিজেই আপনার এই কাজটি করে দিবে অতি দ্রুত।

 

 

🔥২) Mega Uploader X

Bot Username : @MegaUploadXbot

এই Bot এর কাজ হচ্ছে আপনার মেগা ড্রাইভকে এই Bot এর সাথে Connect করা। এর ফলে আপনি আগের Bot (Google Drive X) এর মতো এই Bot থেকেই যেকোনো ফাইল বা লিংক Bot এর মাধ্যমে আপলোড করতে পারবেন।

এর জন্যে আপনার যা করতে হবেঃ

১) Start এ ক্লিক করুন

২) Login এ ক্লিক করুন

৩) এরপর আপনার মেগা একাউন্টের email টি Bot কে সেন্ড করুন।

৪) এরপর পাসওয়ার্ডটি সেন্ড করুন।

সাথে সাথে লগইন হয়ে যাবে।

এখন আপনি যা ইচ্ছা Bot কে পাঠাতে পারেন আর Bot তা আপনার মেগা ড্রাইভে আপলোড করে দিবে।

ছবির মাধ্যমে দেখানো হলোঃ


🔥৩) Reverse Image Search

Bot Username : @LCxRvsImgSrch_bot

এই Bot এর কাজ হচ্ছে image এর আসল সোর্সকে খুজে বের করা। অন্যান্য Bot থেকে এটাকে special করে তুলে এক দিয়ে। সেটা হচ্ছেঃ এই Bot এর মাধ্যমে আপনি ৭ টি ওয়েবসাইট থেকে একসাথে সার্চ রেজাল্ট দেখায়।
বটটি ব্যবহার করতে হলে আপনাকে শুধু বটকে সে ছবিটি পাঠাতে হবে যেটির সোর্স সম্পর্কে আপনি জানতে চান। সাথে সাথে আপনাকে বট গুগল,বিং,ইয়ান্ডেক্স সহ মোট ৭টি ওয়েবসাইটের সার্চ রেজাল্ট দিবে।

অনেক কাজের একটি বট।

 

🔥৪) Translator Bot

Bot Username : @TranslatorDR_Bot

এই Bot এর মাধ্যমে খুব সহজেই যেকোনো ভাষা থেকে অন্য যেকোনো ভাষায় ১ সেকেন্ডেরও বা তার কম সময়ে ট্রান্সলেট করতে পারবেন। সবচেয়ে আকর্ষনীয় দিকটি হলো এখানে অনেক ভাষার Option আছে। আমি আশা করি এটা অনেকেরই উপকারে আসবে।

 

🔥৫) Temp mail

Bot Username : @TempMail_org_bot

যাদের Temporary Mail এর প্রয়োজন পড়ে তাদের জন্যে এই Bot টি অনেক উপকারে আসবে। বেশি কিছুই করতে হবে না। Bot এর Start এ ক্লিক করুন। তারপর আপনাকে একটি Temporary mail দেওয়া হবে। সেটি আপনি ব্যবহার করতে পারবেন।
আপনি যদি নতুন Mail চান তবে ( + Generate New) আইকনে ক্লিক করলেই নতুন Mail আপনাকে দিয়ে দিবে।

 

তো এই হলো ৫ টি Bot যা আপনাদের কাজে লাগবে বলে আশা করি।
এর Part-2 দেখতে ভুলবেন না।
আপনারা কোন বিষয়ের উপর পোস্ট চান তা আমাকে যদি Please কমেন্ট করে জানাতে পারেন তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সে বিষয়ের উপরই পোস্ট করতে। যদি চান এমন Bot নিয়ে আরো পোস্ট দিতে তবেও বলতে পারেন। আমি আরো অনেকগুলো ভালো ভালো Bot নিয়ে পোস্ট করার পরিকল্পনা করছি।
ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
This Is 4HS4N
Logging Out….

 

The post ৫টি উপকারী টেলিগ্রাম বট (পর্ব-১) 5 Useful Telegram Bots (Part -1) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/l3w8fIdDS
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269