BLANTERVIO103

ফেইসবুক মার্কেটিং কি? ফেইসবুক মার্কেটিং কত প্রকার?

ফেইসবুক মার্কেটিং কি? ফেইসবুক মার্কেটিং কত প্রকার?
Saturday, January 22, 2022

কার্ড, লিফলেট, পোস্টার, রেডিও টিভির মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার দিন একেবারেই শেষ না হলেও এর জোর বেশ কমে এসেছে৷ কেননা সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টে যায়। বর্তমান যুগে তারাই এগিয়ে থাকে যারা ডিজিটাল সুযোগ-সুবিধাকে পুঁজি করে সময়কে আরো আধুনিকে রুপান্তরিত করছে৷ এর অন্যতম একটি উদাহরণ হলো বর্তমানে জনপ্রিয় ফেইসবুক মার্কেটিং। জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তার খাতিরেই এই বিষয়ে সম্যক ধারণা থাকা অত্যাবশ্যকীয় দক্ষতা। অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে কোম্পানী বা ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণা, প্রসার ও সর্বোচ্চ পরিমাণে মানুষের সাথে যোগাযোগ এবং পণ্য বিক্রি করার উদ্দেশ্যে এই ফেইসবুক মার্কেটিংয়ের অবদানকে কখনোই অস্বীকার করা যাবে না। চলুন বিস্তারিত জেনে আসি।

ফেইসবুক মার্কেটিং কি?

আপনি যদি ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনার কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতে চান তবে আপনাকে অবশ্যই ফেইসবুক মার্কেটিংয়ের সংজ্ঞা সম্পর্কে জেনে নিতে হবে। মূলত ফেইসবুকের মাধ্যমে ফেইসবুক ব্যবহারকারির কাছে নিজের কিংবা কোনো কোম্পানির পণ্য, সেবা বিক্রয়ের পলিসিকে ফেইসবুক মার্কেটিং বলে। ফেইসবুক মার্কেটিংয়ের মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে ফেইসবুক ব্যবহারকারী।

এবার চলুন এই ফেইসবুক মার্কেটিংয়ের প্রকারভেদ এবং তা কিভাবে কাজ করে সে-সম্পর্কে জেনে নিই।

মার্কেটাররা সাধারণত দুইভাবে ফেইসবুক মার্কেটিং করতে পারে। এর একটি হলো ফ্রি ফেইসবুক মার্কেটিং এবং অপরটি পেইড ফেইসবুক মার্কেটিং। তবে বর্তমানে ফ্রি ফেইসবুক মার্কেটিংটিই বেশ জনপ্রিয়।

ফ্রি ফেইসবুক মার্কেটিং কি?

ফ্রি ফেইসবুক মার্কেটিং হলো ফেইসবুক মার্কেটিংয়ের সবচেয়ে সহজ এবং লাভজনক ধাপ বা প্রক্রিয়া। শুধুমাত্র একটি ফেইসবুক পেইজের মাধ্যমেই আপনি খুব সহজেই কাজটি করতে পারেন। একটি বিজনেস পেইজ তৈরি করে সেখানেই নিজের কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবার প্রচার, প্রসার বিক্রয় করতে পারেন। এতো কোনো বাড়তি খরচ কিংবা ফি এর প্রয়োজন পড়বে না। তবে এক্ষেত্রে আপনার ফেইসবুক পেইজে প্রচুর পরিমানে ফ্যান ফলোয়ার থাকতে হবে।

ফেইসবুক বিজনেস পেইজ ছাড়াও আপনি বিভিন্ন গ্রুপে আপনার পণ্যের প্রচার এবং বিক্রয় করতে পারেন। পাশাপাশি ফেইসবুক প্রোফাইল এবং ম্যাসেঞ্জার তো রয়েছেই। আপনার নির্দিষ্ট অডিয়েন্সের কাছে আপনি খুব সহজেই ফ্রি ফেইসবুক মার্কেটিংয়ের মাধ্যমে পণ্য পৌঁছে দিতে পারেন।

পেইড ফেইসবুক মার্কেটিং কি?

এবার আসুন পেইড ফেইসবুক মার্কেটিং সম্পর্কে জেনে নেওয়া যাক। এক্ষেত্রে যেহেতু টাকার বিনিময়ে ফেইসবুক মার্কেটিং করা হয় সেহেতু এটি পেইড ফেইসবুক মার্কেটিং নামেই জনপ্রিয় হয়ে উঠেছে। এক্ষেত্রে প্রতিটি বিজ্ঞাপনই টাকার মাধ্যমে দেয়া হয়। এর মূল কাজ হলো নিউজফিডে বিভিন্ন পন্যের স্পন্সরড পোষ্ট হিসেবে পণ্যকে শো করা এবং ফেইসবুক এর ডান পাশে বিভিন্ন পন্য ছবি বা অফার আকারে শো করা।

তবে হ্যাঁ! পেইড ফেইসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ফেইসবুক বিজনেস পেইজ থাকতে হবে। কেননা ফেইসবুক প্রোফাইলের মাধ্যমে এই মার্কেটিংটি করা যায় না। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম দিয়ে কিংবা নামের সাথে মিল রেখে একটি বিজনেস পেইজ খুলে নিতে পারেন। পরবর্তীতে সেই পেইজে আপনার পন্যের বিস্তারিত তথ্য সংযোজন করে আপনার পন্যের বিজ্ঞাপন দিতে পারেন খুব সহজেই।

শেষকথা

ফেইসবুক মার্কেটিং নিয়ে বলতে গেলে এতো অল্প সময়ে কখনোই শেষ করা যাবে না। এর জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ সময়। কেননা এর বিস্তৃতি অনেক বৃহৎ। তবুও আশা করি এই বিষয়ে কিছু ধারনা দিতে পেরেছি। খুব শীঘ্রই ফেইসবুক মার্কেটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে হাজির হবো।

The post ফেইসবুক মার্কেটিং কি? ফেইসবুক মার্কেটিং কত প্রকার? appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3rzMqpU
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269