BLANTERVIO103

জেনে নিন ইংরেজি Verb এর সাথে Ing যুক্ত করার কিছু কতিপয় নিয়ম

জেনে নিন ইংরেজি Verb এর সাথে Ing যুক্ত করার কিছু কতিপয় নিয়ম
Thursday, January 27, 2022
আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ইংরেজি verb এর সাথে ‘ing’ যুক্ত করার কিছু নিয়ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

আজকে ইংরেজি ব্যাকারণে একটি ছোট বিষয় নিয়ে আলোচনা করব । এটি অনেকের কাছে ছোট মনে হতেই পারে । কিন্তু আমাদেরকে অবশ্যয় মনে রাখতে হবে যে ছোট ছোট জিনিসগুলোই আমাদের সবথেকে বেশি ভূল যায় । তাই আমাদের সবার আগে ছোট ছোট জিনিসগুলোই শেখা উচিত ।

ইংরেজি verb এর সাথে “ing” যুক্ত করার কিছু সাধারণ নিয়ম :-

১। যদি কোন ইংরেজি verb এর শেষে একটিমাত্র ‘e’ থাকে তবে ‘ing’ যুক্ত করার সময় ‘e’ উঠে যায় এবং ‘ing’ যুক্ত হয় । যেমন :-

Come=coming
Give=giving
Have=having
Love=loving
Make=making
Write=writing

আমরা অনেক সময় write এর সাথে ing যুক্ত করার সময় Writting এটা লিখি । কিন্তু প্রকৃত পক্ষে হবে Writing এটা ।

ব্যাতিক্রম নিয়ম :- কিন্তু Verb এর শেষে দুটি ‘e’ থাকলে কোন কিছুই পরিবতন না হয়েই ing যুক্ত হবে । যেমন :-

Agree=agreeing
see=seeing

২। Verb এর শেষে consonant থাকলে ও তার আগে Vowel থাকলে শেষের শব্দটি দ্বিগুণ হয় ও পরে ing যুক্ত করতে হয় । যেমন :

Beg=begging
bat=batting
get=getting
run=running
sit=sitting
travel=travelling
admit=admitting
forget=forgetting

মনে রাখতে হবে,এই জাতীয় শব্দের শেষে যেকোন শব্দ যুক্ত করলে শেষের অক্ষর দ্বিগুণ হবে এবং ঐ শব্দ যুক্ত হবে । যেমন :-

Beg+ed=begged

ব্যাতিক্রম :- Listen,visit,remember । এই শব্দগুলোর ক্ষেত্রে শেষের অক্ষর দ্বিগুণ হবে না ।

৩। Verb এর শেষে *ie* থাকলে ing যুক্ত করার সময় শেষের IE উঠে যাবে ও এর স্থলে Y বসবে এবং ing যুক্ত হবে । যেমন :-

die=dying
lie=lying
tie=tying

তো আজ আমার পক্ষ থেকে এতটুকুই ছিল । পোস্টটি আপনার কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না । পরবতীতে আরও ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করব । ধন্যবাদ ।

The post জেনে নিন ইংরেজি Verb এর সাথে Ing যুক্ত করার কিছু কতিপয় নিয়ম appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3H70Cx6
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269