ব্লগার মেটা কালার চেঞ্জ করার উপায়।
আসসালামু আলাইকুম।আজ আমি ব্লগার এর একটি বিষয় নিয়ে আলোচনা করবো।আপনার এটি জানা উচিত।যদি জেনে থাকেন ইতোমধ্যে,তবে আমি বলবো এই পোস্টটি শুধুমাত্র বিগীনার দের জন্য।আজকের আলোচনার বিষয়টি হচ্ছে :-
- Meta Theme Color Change
Meta Theme Color Change
প্রথমেই শুরু করি মেটা থিম কালার চেঞ্জ করা দিয়ে।আপনি হয়তো অনেক ওয়েবসাইট ভিজিট করার সময়,স্ক্রল করার সময় লক্ষ্য করে থাকবেন যে ব্রাউজার এর অ্যাড্রেস বার এর অংশ এবং স্ট্যাটাস বার এর কালার চেঞ্জ হয়ে যায়।একেক ওয়েবসাইট এর ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে।
চাইলে এখন আপনিও আপনার ব্লগার সাইটের মেটা থিম কালার চেঞ্জ করতে পারবেন আমার দেখানো নিচের কয়েকটি স্টেপ ফলো করে।
- প্রথমে যাবেন ব্লগার ড্যাশবোর্ড এ।
- তারপর যাবেন Themes এ।
- এখন ড্রপডাউন মেনু থেকে Edit HTML মোড এ ক্লিক করুন।
- তারপর head এবং head closing ট্যাগ এর মাঝে যেকোনো জায়গায় নিচের কোডটি পেস্ট করে দিন।আপনি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো।
- এখন Save করে দিন এবং আপনার সাইট ভিসিট করে দেখুন,আপনার ওয়েবসাইটের মেটা থিম কালার চেঞ্জ হয়ে আপনার দেয়ার কালার হয়ে গেছে।
আরো পড়ুন :
ছাত্র বয়সে টাকা ইনকাম করার উপায়।
মোবাইল দিয়ে প্রফেশনাল কার্টুন ভিডিও বানান।
ব্লগার ওয়েবসাইট অন্য জিমেইল এ ট্রান্সফার করার উপায়।
The post ব্লগার ওয়েবসাইটের মেটা থিম কালার চেঞ্জ করার উপায়। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/ktg2Nod
via IFTTT
Emoticon