BLANTERVIO103

AMP কি? AMP ব্লগার টেমপ্লেট এর সুবিধা এবং অসুবিধা গুলো জেনে নিন

AMP কি? AMP ব্লগার টেমপ্লেট এর সুবিধা এবং অসুবিধা গুলো জেনে নিন
Thursday, March 24, 2022

বর্তমানে ওয়েবসাইটে জগতে অনেক নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে। ঠিক তেমনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর জগতে বর্তমানে খুব জনপ্রিয় একটি নাম হল AMP। এই ফিচারটির অনেক ধরনের সুবিধা আমরা পাই, তবে এটার কিন্তু অনেক অসুবিধা ও আছে।

যেগুলো না জেনে আমরা আমাদের ওয়েবসাইটে AMP টেমপ্লেট যুক্ত করি। এতে করে আমরা অনেক সমস্যার সম্মুখীন ও হই। তাহলে চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই…

• AMP কি?
AMP এর পূর্ণরূপ হলো Accelerated Mobile Pages।

AMP HTML হলো গুগল কোম্পানি সমর্থিত একটি ওপেনসোর্স প্রজেক্ট। যেটা একটি ওয়েবসাইটের কনটেন্টকে যেকোনো মোবাইল ডিভাইসে দ্রুত লোড করতে সক্ষম।

আরো ভালোভাবে যদি বলি, আপনার ওয়েবসাইটে যদি সাধারন টেমপ্লেট থাকে, তাহলে মোবাইল ডিভাইসে ওই ওয়েবসাইটের কনটেন্ট লোড করতে যে সময় লাগবে, তার থেকে ১০ গুণ কম সময় লাগবে AMP টেমপ্লেট যুক্ত ওয়েব সাইটের কনটেন্ট লোড করতে।

যার ফলে আপনার ওয়েবসাইটটি আরো দ্রুত হবে।

• AMP টেমপ্লেট এর সীমাবদ্ধতা:
১. এটা শুধুমাত্র Asynchronous Scripts গ্রহণ করে।
২. টেমপ্লেটে থার্ড পার্টি কোন স্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন না।
৩. সব সিএসএস (CSS) গুলো In-line এ রাখাসহ 50,000 বাইটের মধ্যে থাকতে হবে।
৪. ফন্ট ট্রিগারিং অবশ্যই ভাল হতে হবে।
৫. মিনিমাম ওয়েব রিসোর্স লোডিং করে।
৬. সব রিসোর্সেস সাইজ Statically হয়ে থাকে।

• ব্লগার টেম্পলেট কি এমপি করা যাবে??
ব্লগার এখনো অফিশিয়ালি এমপির কোন ফিচার আনেনি। তবে আপনি চাইলে ফোর্সফুলি এমপি ব্যবহার করতে পারবেন।

এইভাবে যদি এমপি ফিচারটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ফিচার সেক্রিফাইস করতে হবে।

আপনি গুগলে অনেক এএমপি ব্লগার টেম্পলেট পেয়ে যাবেন। চাইলে সেখান থেকে ডাউনলোড করেও আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন।

• AMP টেমপ্লেট এর সুবিধা?
১. এমপি টেমপ্লেট, সাধারণ টেমপ্লেট থেকে দ্রুত লোড হবে।
২. ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি পাবে, এতে ওয়েবসাইটটি তাড়াতাড়ি রেঙ্ক করবে।
৩. ওয়েব সাইটের কনটেন্ট দ্রুত লোড হওয়ায় ওয়েবসাইটের ভিউ বৃদ্ধি পাবে।
৪. অনলাইন নিউজ ওয়েবসাইট এর ক্ষেত্রে উপযোগী টেমপ্লেট।

• AMP টেমপ্লেট এর অসুবিধা:
১. বিভিন্ন ধরনের বিজ্ঞাপন হতে আয়ের পরিমাণ কমে যাবে।
২. আপনার ব্লগের সাথে যুক্ত ডিফল্ট স্ক্রিপ্ট এবং উইজেট ব্যবহার করতে পারবেন না।
৩. ব্লগার ওয়েব সাইটের ডিফল্ট কমেন্ট বক্সটি ব্যবহার করতে পারবেন না।
৪. আইফ্রেম 600px এর বেশি হলে লোড নিবে না।
৫. ব্লগার ওয়েবসাইটের সাইডবার গুলো গুগলের দ্বারা লোড হওয়ায়, সাইডবারে কোন উইজেট ব্যবহার করতে পারবেন না।
৬. ই-মেইল সাবস্ক্রিপশন ব্যবহার করা যাবে না। কারণ onclick, action, onsubmit, onfocus, onblur attributes গুলি AMP সমর্থন করে না।
৭. শুধুমাত্র গুগল এডসেন্স ব্যতীত অন্য কোন এড নেটওয়ার্ক সমর্থন করে না।

পরিশেষে, সত্য কথা বলতে এএমপি টেমপ্লেট বিশ্বের বেশিরভাগ বড় বড় ওয়েবসাইট গুলো ব্যবহার করেনা। এই টেমপ্লেট এর মধ্যে অনেক বেশি সীমাবদ্ধতা থাকায়, এই টেমপ্লেটটি বেশিরভাগ ওয়েবসাইট এর মালিকরা ব্যবহার করতে চায়না।

এছাড়া এই টেমপ্লেটটি ব্যবহার করলে আপনি আপনার অনেক গুরুত্বপূর্ণ ফিচার গুলো ব্যবহার করতে পারবেন না। তাই আপনার ওয়েবসাইটে AMP টেমপ্লেট যুক্ত করার আগে অবশ্যই ভেবে নেবেন।

তবে পরে আবার সেটাকে চেঞ্জ ও করতে পারবেন, তাই চিন্তার কোন কারণ নেই।

আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক কাজে আসবে।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার ফেসবুক প্রোফাইল
আমার ফেসবুক পেইজ

The post AMP কি? AMP ব্লগার টেমপ্লেট এর সুবিধা এবং অসুবিধা গুলো জেনে নিন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/yAlU5Qh
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269