BLANTERVIO103

How To Config Domain On Cyber Panel And Install WordPress (Part – 4 )

How To Config Domain On Cyber Panel And Install WordPress (Part – 4 )
Saturday, March 26, 2022

How To Config Domain On Cyber Panel And Install WordPress নিয়ে আজকের পর্ব সাজানো হয়েছে তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক আজকের আয়োজন।

 

How To Config Domain On Cyber Panel নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা ডোমেইন নিয়ে কিছু আলোচনা সেরে নেই। প্রথমত আপনার যদি ওয়েবসাইট বানান তবে আপনার তার জন্য একটা নাম রাখা জরুরী।
 
আবার শুধু নাম রাখলেই শেষ না  আপনি কি নিশ নিয়ে কাজ করবেন তাও বড় ফ্যাক্ট ডোমেইন নেম নির্বাচনের ক্ষেত্রে।
যত শর্ট নেম এর ডোমেইন নেওয়া যায় ততো ভালো। 
আপনি কোন এক্সটেনশন ব্যবহার করবেন সেটা বাছাই করা। 
যেমনঃ- .Com, .Net, .Org, Xyz ইত্যাদি। 
 
আরো অনেক জিনিস জানানোর মত আছে যা নিয়ে আলোচনা করলে আজকের পর্ব সামনে আগাবেনা সো এই পর্যন্তই থাক। 
 
ডোমেইন ক্রয় করার জন্য আপনি চাইলে নিচের সাইট বা লিংক ব্যবহার করতে পারেন আর যারা CyberPanel একাউন্ট এন্ড ভেরিফাই করে হোস্টিং নিতে পারেন নি চাইলে নিচের সাইট থেকে ১০০ টাকা মাসিক হোস্টিং ব্যবহার করতে পারেন। 
 
প্রথমে একাউন্ট করে নিন এরপর যদি না বুঝেন নিচের স্ক্রিনশর্ট গুলো দেখতে পারেন।

 

একাউন্ট করার পর Register New Domain এর ক্লিক করে দিন

 

 

এবার আপনি যে নেম নিতে চান সেটা আগে সার্চ বারে লিখে সার্চ বাটনে ক্লিক করে দিন
 

সার্চ করলে অনেক এক্সটেনশন দেখতে পাবেন ভিন্ন দামে আপনার যেটা ভালো মনে হয় সেটা এড এ ক্লিক করে দিন এন্ড সবশেষে আপনার বিকাশ, নগদ  কিংবা রকেট এর মাধ্যমে অর্ডার সম্পূর্ন করে দিন। 

ডোমেইন এর ঝামেলা তো শেষ তবে যাদের হোস্টিং নেই তারা চাইলে এই সাইট থেকেই কম দামে Hosting সার্ভিস নিতে পারেন।

 

কম খরচে আপনি লিনাক্স শেয়ার হোস্টিং দিয়ে শুরু করতে পারেন।
তাহলে যাদের হোস্টিং নেই তাদের সমস্যার সমাধান এবার চলুন আমাদের মূল টপিকে ফিরে যাওয়া যাক।

How To Config Domain On Cyber Panel:

যারা Putulhost থেকে ডোমেইন এবং হোস্টিং নিবেন তাদের জন্য আলাদা কিছুই করার দরকার নেই যেমন ডোমাইন কনফিগ।
 
তবে আপনি যদি Cyber Panel কে হোস্টিং হিসাবে ব্যবহার করতে চান তবে অবশ্যই নিচের সেটিংস গুলো আপনাকে ফলো করতে হবে।
 
প্রথমত আপনার ডোমেইন কে আমাদের Cyber Panel এর সাথে যুক্ত করতে হবে আর এরজন্য আমরা DNSসেটিংস এর ব্যবহার করবো।
 
তবে এর জন্য আমাদের সার্ভার আইপি দরকার হবে যা আমরা গত পর্বে Cyber Panel বানানোর সময় নোট করে রেখেছিলাম।
 

 

আমি যেটা বানিয়েছিলাম তার সার্ভার আইপি হচ্ছে 47.241.45.252 এটা তাহলে আমরা কিভাবে সেটিংস করবো তার ধারনা দিয়ে দিচ্ছি। 
 
আমরা যেভাবে ডোমেইন এড করবোঃ- 
 

যেমন এখানে আমি ডোমেইন নেম যেটাতে এড করছি তা হলো Oehas.Com আর আমার সার্ভার আইপি 47.241.45.252 

 
আপনাদের জাস্ট একটা CNAME এবং A রেকোর্ড তৈরী করতে হবে।
 
Type A = Record |Host Name @ = yourdomain | Value  = Your Server IP
Type CNAME = Record | Host Name = www | Value = yourdomain.com
 
রেকোর্ড গুলো বানানো হয়ে গেলে ১৫ মিনিট অপেক্ষা করুন এবং এরপর Cyber Panel এ আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল দিন। যদি নতুন হয়ে থাকেন নিচের ভিডিও ফলো করুন। 
 
ডোমেইন কনফিগ হয়ে গেলে নিচের ভিডিও দেখতে পারেন Cyber Panel এ WordPress ইন্সটল করার পদ্ধতি।
 

 

আর যাদের কাছে CyberPanel এর ধাপ অনেক জটিল মনে হয়েছে তারা চাইলে নিচের ভিডিও দেখতে পারেন। 

 

তাহলে আজকের মত এখানেই সমাপ্তি দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে অন্য কোন দিন। 
লেখকঃ Cyber Prince
 
 
 
 

The post How To Config Domain On Cyber Panel And Install WordPress (Part – 4 ) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/nwvPheF
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269