BLANTERVIO103

দেখে নিন সর্বকালের সেরা thriller and adventure বই রিভিউ [amazonia]

দেখে নিন সর্বকালের সেরা thriller and adventure বই রিভিউ [amazonia]
Friday, May 27, 2022

Hello what’s up guys কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । সবাইকে স্বাগতম আজকের একটি নতুন পোস্টে । টাইটেল আর thumbnail দেখে already বুঝে গেছেন আজকের টপিক কি । তাই বেশি কথা না বলে আজকের পোষ্ট শুরু করা যাক
Book Name : Amazonia
Writer : James Rollins
Genre : Thriller, Science fiction, Adventure fiction, Suspense
Review language : Bangla

Book Review : একাধিক বেস্টসেলার অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলারের লেখক জেমস রলিন্সের জন্ম ১৯৬১ সালে আমেরিকার শিকাগোতে। রোলিন্স ব্যাক্তিগত জীবনে একজন অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষ। তার প্রায় প্রতিটি রচনাতেই দেখা যায় অ্যাডভেঞ্চারের ছাপ। জেমস রোলিন্স বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন। তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে এক্সকেভেশান,আইস হান্ট, ম্যাপ অব বোনস অন্যতম। এছাড়াও ইন্ডিয়ানা জোনসের চতুর্থ কাহিনী রচনা করেছেন। ঠিক তেমনই আমাজনিয়া তার খুবই জনপ্রিয় একটি রচনা যা পাঠকদের কাছে সেরা অ্যাডভেঞ্চার থ্রিলারগুলোর মধ্যে একটি। এ বইটির প্রতিটি পৃষ্ঠাই পাঠকদের পদে পদে বিচলিত ও কৌতুহল জাগ্রত করবে। প্রথমে বইয়ের সাইজ দেখেই চমকালাম ভেবে যে এটা পড়তেই দু’মাস লেগে যাবে। তবে একটু ভিতরে পড়তেই বইয়ের আসল মজা টের পাওয়া গেল। অন্যান্য বইয়ের মতো বুকমার্ক রেখে পড়লে চলবে না, পড়তে পড়তে চলে যেতে হবে আমাজনের গভীর জংগলের মাঝে। যেই জনশুন্য ও ভীতিকর পরিবেশে আপনি সম্পূর্ণ একা। রহস্য ও রোমাঞ্চে ভরপুর জেমস রলিন্সের লিখা আমাজনের জংগলের কিছু গা ছমছমে ও রহস্যজনক ঘটনা নিয়ে এই গল্পটি আপনাদের কৌতুহলউদ্দীপক হিসেবে কাজ করবে বলে আশা করি….
পৃথিবীর সবচাইতে বিপদশন্কূল অরণ্যে সিয়াইএ’র এক অপারেটিভ এবং সাবেক স্পেশাল ফোর্সের সৈনিক এজেন্ট জেরাল্ড ক্লার্ক মৃত্যুদ্বারেপ্রান্তে উপনীত হয়ে হাজির হলো এক মিশনারি গ্রামে। এজেন্টের মৃত্যুতে ওয়াশিংটনে তার উচ্চপদস্থ কর্মকর্তারা হতবুদ্ধিকর হয়ে পড়লো। এই এজেন্ট যখন আমাজনে গিয়েছিলো তখন তার ছিলো একটি হাত কিন্তু মৃত্যুর সময় দেখা গেলো তার দুটি হাত। আমাজনের অভিজ্ঞতাসম্পন্ন নাথান র‍্যান্ডের নেতৃত্যে রেন্জার্সদের একটি দলকে সেই রহস্যময় ঘটনাটি তদন্ত করার জন্য পাঠানো হলো। অচিরেই সেই দলটি টের পেলো তাদের পিছনে কেউ লেগেছে…
ব্রাজিলের আমাজন বনের ভীতিকর পরিবেশের সাথে পরিচয় করিয়ে দিবে শ্বাসরুদ্ধকর এই থ্রিলারটি। রোলিন্স তার উপন্যাসে বাস্তব জগতের সত্যিকারের ঘটনা আর বিস্তয়কর প্রযুক্তির যে বর্ণনা দেন তা পাঠকদের জন্য হয়ে উঠে দারুন লোভনীয়। এমনটি মনে করা হয় যে ২০০৮ সালে মাইকেল ক্রাইচটন মারা যাওয়ার পর নিশ্চিতভাবেই তার ব্যাটনটি রোলিন্সের হাতে দিয়ে গেছেন! – বুক ওয়ার্লড
আমাজনের অব্যাখ্যাত রহস্য, অজানাশত্রু এবং রেঞ্জার্সদের সেই প্রানের ভয় এর কারন অবিশ্বাস্য হলেও সত্য… গল্পের শেষে কি হবে এডভেঞ্চারারদের?এরপর কি হতে যাচ্ছে? কেউ কি আদৌ পারবে সে রহস্য উদঘাটন করতে? জানতে হলে পড়ুন ।
আর যদি আমার নিজের রিভিউ এর কথা বলেন , তাহলে আমার কাছে বই টি অসাধারন লেগেছে । কখন কি হবে চরম উত্তেজনায় রহস্যময় বইটি। আপনি কোনোভাবেই বোরিং হবেন না । আপনি যখন পড়বেন দেখবেন সময় কোথায় চলে যাচ্ছে । আপনি যদি থৃলার প্রেমি হয়ে থাকেন এই বইটি মিস করবেন না । আশা করি আপনাদের ভালো লাগবে । আর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ।

রহস্যপ্রেমী,গোয়েন্দাপ্রেমী, থ্রিলারপ্রেমীদের কাছে এটা একটা মাস্টারপিস বই। পুরোটা বই জুড়েই রয়েছে টানটান উত্তেজনা।
তাই যারা পড়েননি এখনো, আর দেরী না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন আর নেমে পড়ুন রহস্যের কিনারা করতে l
ট্রিকবিডিতে কপিরাইট ইস্যু থাকায় আমি ডাউনলোড লিংক দিতে পারছি না । তবে আপনারা সহজেই গুগলে পেতে পারেন , অথবা সরাসরি কিনে নিতে পারেন । তো আজকে এই পর্যন্তই । মানুষ মাত্রই ভুল হয় । তাই ভুল হলে ক্ষমা করে দিয়েন । আশা করি পোস্টটি সবার ভালো লেগেছে । কোনো কিছু না বুঝতে পারলে কমেন্টে জানান । আপনি চাইলে এই লিংক এ ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে join করতে পারেন । আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবেন ।

The post দেখে নিন সর্বকালের সেরা thriller and adventure বই রিভিউ [amazonia] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Moe8cZd
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269