BLANTERVIO103

কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ফ্রিতে SSL সার্টিফিকেট নিবেন

কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ফ্রিতে SSL সার্টিফিকেট নিবেন
Tuesday, May 24, 2022

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কিভাবে ফ্রিতে এসএসএল নিবেন আজকের পোস্ট আমি আপনাদেরকে সেটাই শেখাবো। মনোযোগ দিয়ে সবগুলো ধাপ কয়েকবার পড়বেন এবং যখন আপনার মনে হবে যে এবার চেষ্টা করে দেখার সময় হয়েছে তখন সবগুলো ধাপ সঠিকভাবে ফলো করে সেই অনুযায়ী কাজ করবেন।

free-ssl-for-wp01

 

যখন কোন ওয়েবসাইটের এসএসএল সার্টিফিকেট থাকে না, তখন ঐ ওয়েবসাইটিকে সাধারণত Not Secure ম্যাসেজ প্রদর্শন করা হয়ে থাকে।

কিভাবে ক্লাউডফ্লেয়ারের সাহায্যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফ্রি এসএসএল সার্টিফিকেট যুক্ত করতে হয়? আজকে আমি আপনাদেরকে সেটাই শেখাবো।

এরজন্যে প্রথমে ক্লাউডফ্লেয়ারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে ইমেইল ভেরিভাই করে অ্যাকাউন্টটি সচল করতে হবে। তারপর ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্ট-এ লগিন করুন।

free-ssl-for-wp02

এখন আপনার ডোমেইনটি ক্লাউডফ্লেয়ারে অ্যাড করতে হবে।

free-ssl-for-wp03

এজন্য নিচের খালি ঘরে ডোমেইন নেম লিখে অ্যাড সাইট বাটনে ক্লিক করে ডোমেইনটি অ্যাড করুন।

free-ssl-for-wp04

আমরা যেহেতু ফ্রিতে সার্ভিসটি নিতে চাচ্ছি, সেহেতু ফ্রি প্যাকেজটি সিলেক্ট করবো। এরপর কনফার্ম প্ল্যান বাটনে ক্লিক করুন।

free-ssl-for-wp05

 

সফলভাবে সাইটটিকে ক্লাউডফ্লেয়ার অ্যাড করতে ডোমেইনের DNS (Domain Name Server) চেন্জ করতে হবে।

এরজন্যে ডোমেইনটি যেখান থেকে কিনেছিলেন সেই সাইটটিতে লগিন করুন। তারপরে সেখানে থেকে Name Server অপশনটি থেকে ডিএনএস চেন্জ করুন।

free-ssl-for-wp06

ক্লাউডফ্লেয়ার আপনাকে দুইটা DNS দিয়েছে পরিবর্তন করার জন্য সেগুলো কপি করে ১ম টা ১ম ঘরে এবং ২য় টা ২য় ঘরে বসিয়ে দিন। বাকি ঘরগুলো স্বাভাবিকভাবেই খালি থাকার কথা, খালি না থাকলে নতুন DNS বসানো ঘর দুটো বাদে বাকি ঘরগুলো খালি করে দিন। এবার সেভ করে ফেলুন।

[নেম সার্ভার চেঞ্জ করার সময় অনেকের সমস্যা হতে পারে! কোন সমস্যা হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ইনশাআল্লাহ সমস্যা অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করবো।]

সফলভাবে নেম সার্ভার চেঞ্জ করতে সফল হলে, এবার আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগিন করুন। লগিন সম্পন্ন হলে প্লাগিন অপশন থেকে Add Plugin এ ক্লিক করুন।

free-ssl-for-wp07

এবার সার্চ বক্সে “Flexible ssl” লিখে সার্চ করুন। উপরের দেখানো প্লাগিনটি ইনস্টল করে এ্যাকটিভ করুন।

উপরের ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন হলে পুনরায় ক্লাউডফ্লেয়ারে লগিন করুন।

free-ssl-for-wp08

এবার ক্লাউডফ্লেয়ার থেকে Crypto অপশনটিতে ক্লিক করুন।

free-ssl-for-wp09

 

এবার Always use HTTPS বাটনটিতে ক্লিক করে এটা একটিভ করে দিন

free-ssl-for-wp10

ধাপটি সঠিকভাবে সম্পন্ন হলে এরকমটা দেখতে পাবেন।

free-ssl-for-wp11

 

আপনার সাইটে এসএসএল সেটআপ করার পূর্বের অবস্থা।

free-ssl-for-wp12

আপনার সাইটটিকে এখন এসএসএল সার্টিফিকেট দ্বারা সিকিউর করা হয়েছে। সঠিকভাবে SSL সেটআপ করার পরে ব্রাউজারের এ্যাড্রেসবারে একটা লক আইকন দেখতে পাবেন। যেমনঃ rironib.com trickbuzz.net এই সাইটগুলোতে ‍ভিসিট করলে লক আইকন দেখতে পাবেন।

free-ssl-for-wp13

লক আইকনটিতে ক্লিক করলে সবুজ কালারে Connection is secure লেখা একটা পপআপ ম্যাসেজ দেখতে পাবেন।

এর মানে হচ্ছে এই সাইটটি ঝুঁকিমুক্ত। আপনি নিঃসন্দেহে এই সাইট ব্রাউজ করতে পারেন। অনলাইনে পেমেন্ট করার আগে সাইটটিতে এসএসএল আছে কিনা অবশ্যই চেক করে নিবেন। সাইটিতে এসএসএল না থাকলে ভুলেও পেমেন্ট করবেন না।

 

আরো দেখুন

GPL WordPress Plugin GPL WordPress Theme

How to Protect Your Electronic Appliances from Lightning Damage Digital Marketing: Best Digital Marketing Roadmap in 2022

The post কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ফ্রিতে SSL সার্টিফিকেট নিবেন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Qcyn1Mm
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269