BLANTERVIO103

একটি NID কার্ড দিয়ে দুইটি বিকাশ/রকেট/নগদ একাউন্ট খুলুন এবং ৩০ টি সীম কেনার উপায়

একটি NID কার্ড দিয়ে দুইটি বিকাশ/রকেট/নগদ একাউন্ট খুলুন এবং ৩০ টি সীম কেনার উপায়
Sunday, May 15, 2022

 আমরা জানি, একটি এনআইডি কার্ড দিয়ে একটি বিকাশ/রকেট/নগদ একাউন্ট খোলা যায়। এবং একটি এনআইডি কার্ড দিয়ে ১৫ টি সীম কেনা যায়। কিন্তু আজকের এই পদ্ধতিতে আপনি ২ টি করে বিকাশ/রকেট/নগদ একাউন্ট খুলতে পারবেন এবং ১৫ টি  করে মোট ৩০ টি সীম কিনতে পারবেন।


প্রতিটি এনআইডি নম্বারের বিপরীদে ১৬-১৭ সংখ্যার একটি করে পিন নম্বার থাকে যা দিয়ে আপনি আরও একটি করে বিকাশ,রকেট, নগদ একাউন্ট খুলতে পারবেন  এবং অন্যান্য কাজ গুলোও করতে পারবেন।

পিন নম্বার বের করবেন যেভাবেঃ

আগে নির্বাচন কমিশনার ওয়েবসাইট থেকে ভোটার তথ্য দেখার পেজ থেকে এনআইডি   নম্বার দিয়ে পিন নম্বার দেখা যেত। বর্তমান সেটি বন্ধ আছে।
পুরাতন nid/online copy থাকলে আপনি BAR CODE স্ক্যান করে পিন নম্বার বের করতে পারবেন।

 

আর যদি আপনার স্মার্ট কার্ড থাকে তাহলে আপনার জন্য পিন কোড বের করা কঠিন হবে। এজন্য আপনাকে services.nidw.gov.bd থেকে ২৩০ টাকা জমা দিয়ে রিইস্যু আবেদন করে অনলাইন কপি ডাউনলোড করতে হবে । (এজন্য ৩০ দিন সময় ও থানায় জিডি করে জিডি কপিও লাগতে পারে) কিভাবে রিইস্যু আবেদন করতে হয় এই ভিডিও দেখে নিতে পারেন।

 

পিন নম্বার বের করার পর:

১৬-১৭ সংখ্যার পিন নম্বার বের করা হলে, আপনাকে সঠিক তথ্য দিয়ে পিন নম্বার কে nid নম্বার জায়গায় বসিয়ে একটি nid কার্ড বানাতে হবে। এজন্য আপনি এই পোষ্ট দেখে বানাতে পারেন বা মোবাইল/কম্পিউটার দিয়ে এডিট করেও বসাতে পারেন।
লক্ষ্য রাখবেন ওরিজিনাল NID কার্ডের সাথে যেনও নাম, জন্ম তারিখ এবং ঠিকানা মিল থাকে।NID কার্ড বানানো হলে এটা দিয়ে আপনে আরও একটি বিকাশ/রকেট/নগদ একাউন্ট খুলতে পারবেন। এবং আরো ১৫ টি সীম কিনতে পারবেন।

আইডিয়া টা আমার মাথায় যেভাবে আসল:

কিছুদিন আগে রাস্তায় দেখালাম ২০ টাকা রির্চাজে এয়ারটেল সীম বিক্রি করতিছে। আমি একটা সীম কিনার জন্য আমার ফোনে nid ছবি দিলাম উনি একটা সীমের জন্য বায়োমেট্রিক নেওয়ার পর আরেক টা সীম নেওয়ার জন্য অনুরোধ করল। আমি সম্মতি দেওয়ার পর উনি আমার nid কার্ড স্ক্যান করল এবং পিন নম্বার দিয়ে আরেকটা সীমের জন্য বায়োমেট্রিক নিলো।
তারপর চিন্তা করলাম যদি nid পিন দিয়ে সীম কেনা যায় তাহলে বিকাশ একাউন্টও খোলা যাবে। ইউটিউবে সার্চ দিলাম দেখলাম সেখানেও কয়েকটি ভিডিও আছে এটা নিয়ে। উপরের পোষ্ট অনুযায়ি আমি আরেকটি বিকাশ একাউন্ট খুলতে সক্ষম হই।

বি:দ্র:বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ি একজন ব্যক্তির একই ব্যাংকের একাধিক একাউন্ট খোলার অনুমতি নেই।

গুরুত্ব সহকারে পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। কোন সমস্যা হলে কমেন্ট করুন।

The post একটি NID কার্ড দিয়ে দুইটি বিকাশ/রকেট/নগদ একাউন্ট খুলুন এবং ৩০ টি সীম কেনার উপায় appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/axNFC2j
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269