নিজেকে জিনের প্রভাব ও অন্যান্য জাদু থেকে রক্ষা করতে ২টি আমল নিয়ে আমার আজকের আটিকেলটি লেখা যে বিষয়টি আমি পোস্টের টাইটেলেই উল্লেখ করেছি । এটি একটি ইসলামিক পোস্ট । তাই শুধুমাত্র ইসলাম ধমের অনুসারীদেরকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ।
^^আমরা ছোট বেলা থেকেই রুপ কথার গল্প পড়ে এসেছি । ভুত-পেতনি থেকে শুরু করে নানা ধরনের গল্প ও কাটুন দেখে আসছি । সেখানে ভুতের কথা বলা হয় তা অনেকটা মিথ্যা । আবার সত্য বললেও ভুল হবে না । অনেকে ভুত আছে তা বিশ্বাস করবে না । কারণ তারা জানে এগুলো কুসংস্কার । (এ নিয়ে বিস্তারিত নিচে আলোচনা করা হবে)
°°°পোস্টের টাইটেলে জিনের কথা বললেই স্বাভাবিকভাবে আপনার মনে খটকা লাগতে পারে যে ভুত যেহেতু নেই,তাহলে জিন থাকবে কি করে । হ্যাঁ সত্য কথা হলো জিন আছে । পৃথিবীতেই জিন আছে । জিনকে রুপকথার গল্প হিসেবে ভুত বলা হয়েছ ।
~~জিন যে আছে তা আপনি বিশ্বাস না করলেও,পবিত্র কুরআন শরিফকে বিশ্বাস করলে জিন যে আছে তা অবশ্যয় বিশ্বাস করতে হবে । আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা নং আয়াতে উল্লেখ করেছেন যে,
“আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য ।”
মানুষ বসবাসের পূবে এই পৃথিবীতে জিন বসবাস করত । আদম (আ) কে সৃষ্টির পর জিনেরা সাগরের তলদেশে ও বিভিন্ন বনে অবস্থান করে । তারা এমন স্থানে বসবাস করে যেখানে সূযের আলো পৌঁছায় না । তাদেরও মানুষের মতো জীবন আছে । তাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে । তাদেরকেও আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে । আল্লাহ তায়ালা তাদেরকে বিশেষ ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন । তাহলে জানা গেল যে জিন পৃথিবীতে বসবাস করে ও তারা যে আছে সেটা সত্য ।
জিনেরা মানুষের উপর প্রভাব ফেলে । তবে দুষ্টু জিনেরা । মানুষের ন্যায় তাদের মধ্যেও খারাপ জিন রয়েছে । তারা মানুষকে ক্ষতি করে । এই জিনের প্রভাব থেকে ও অন্যের জাদু থেকে বাঁচতে মহানবি (স) নিজে কিছু আমল করতেন । ২টি আমাল নিচে উল্লেখ করা হলো :
১। প্রতি রাতে একবার আয়াতুল কুরসি তিলাওয়াত করা । আয়তুল কুরসি হলো সূরা বাকারার ২৫৫নং আয়াত । যদি কেউ না পারেন তাহলে নিচের থেকে দেখে নিতে পারেন ।
২। সূরা ইখলাস, ফালাক ও নাস এই তিনটি সুরা একবার করে তিলাওয়াত করা এবং তিলাওয়াতের শেষে সারা শরিরে হাত দিয়ে মালিশ করা ।
এই দুইটি উপায় অবলম্বন করলে জিন ও জাদু থেকে রক্ষা পাওয়া যাবে । মহানবি (স) নিজেও এই দুইটি উপায় অবলম্বন করতেন ও করতে নিদেশ দিয়েছেন । আরও একটি উপায় রয়েছে সেটি হলো প্রতিদিন ৭টি আজোয়া খেজুর খাওয়া । এতে দেহে কোন প্রকার জাদু কাজ করবে না । তবে আজোয়া খেজুর অনেক ব্যায়বহুল । যা আমাদের পক্ষে সম্ভব নয় ।
The post [ইসলামিক আটিকেল] নিজেকে জিনের প্রভাব ও জাদু থেকে রক্ষা করার ২টি আমল শিখে নিন appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/z46Nxj7
via IFTTT
Emoticon