BLANTERVIO103

[hot] আপনি কি hsc পড়ুয়া স্টুডেন্ট ? আপনি কি বায়োলজি চিত্র আঁকতে প্যারা খাচ্ছেন? দেখুন এমন একটি ওয়েবসাইট যা আপনার বায়োলজির চিত্র অঙ্কনকে করে তুলবে আরও সহজ এবং মাধুরী পূর্ণ।

[hot] আপনি কি hsc পড়ুয়া স্টুডেন্ট ? আপনি কি বায়োলজি চিত্র আঁকতে প্যারা খাচ্ছেন? দেখুন এমন একটি ওয়েবসাইট যা আপনার বায়োলজির চিত্র অঙ্কনকে করে তুলবে আরও সহজ এবং মাধুরী পূর্ণ।
Sunday, June 19, 2022

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। চলুন শুরু করা যাক।

আজকে আমার এই পোস্টটি যেসব h.s.c. স্টুডেন্ট রয়েছেন সম্পূর্ণভাবে তাদের জন্য l আজকে আমি আপনাদেরকে একটি ওয়েব সম্পর্কে জানাবো যে টি এইচ এস সি এর বায়োলজি চিত্র গুলোকে অনেক সহজ ভাবে ব্যাখ্যা করে l অর্থাৎ আপনি কিভাবে বায়োলজির কঠিন কঠিন চরিত্রগুলোকে step-by-step আঁকবেন সেগুলো step-by-step দেওয়া আছে এই ওয়েব এপ এ। ওকে তাহলে চলুন শুরু করা যাক।

প্রথমে এই লিংকে ক্লিক করুন।

link

লিঙ্কে ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করুন, কারন লগইন পেইজ  আসতে কিছুক্ষণ সময় লাগে  l

এরপর লগইন পেইজ আসলে আপনি চাইলে গুগল বা ফেসবুক বা আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন l আমি নিজে কিভাবে ফোন নম্বর দিয়ে লগিন করবেন তা দেখালাম l

এখানে আপনার ফোন নম্বরটি দিয়ে দিন ভেরিফাই অপশনে ক্লিক করুন l

আপনার ফোনে যে 6 ডিজিটের করতে গিয়েছে সেটি এখানে বসিয়ে দিন এবং ভেরিফিকেশন কমপ্লিট করুন l

ভেরিফিকেশন কমপ্লিট হলে আপনাকে এবার ওয়েবসাইটে নিয়ে যাবে l এখানে আপনি জীববিজ্ঞান প্রথম পত্র এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান নামে দুটি অপশন দেখতে পারবেন  l এই দুইটি অপশন ই আপনি বইয়ের দরকারি চিত্রগুলো পেয়ে যাবেন  l এখানে আমি প্রথমে উদ্ভিদবিজ্ঞান অপশনটিতে ক্লিক করলাম l আপনি চাইলে প্রাণিবিজ্ঞান অপশনটিতে ক্লিক করে প্রাণিবিজ্ঞানের চিত্র গুলো দেখতে পারেন

বই সিলেক্ট করার পর এইবার পালা চ্যাপ্টার সিলেক্ট করার l আমি প্রথম চ্যাপ্টার কোষ এবং কোষের গঠন এর কোন একটা চিত্র সম্পর্কে জানতে চাই l  আপনি চাইলে অন্য কোন চ্যাপ্টারে সিলেক্ট করতে পারেন তাই আমি কোষ এবং কোষের গঠন এই লেখাটির উপর ক্লিক করলাম l

এবার এই ক্লিক মি অপশনটিতে ক্লিক করুন l

এখানে এই চ্যাপ্টারের তরকারি এবং গুরুত্বপূর্ণ চিত্রগুলো দেওয়া আছে l

ধরুন সেখানে আমি দেখতে চাই কিভাবে আমি নিউক্লিয়াস আঁকবো, তাই আমি নিউক্লিয়াসের চিত্র এর উপর ক্লিক করলাম l

এবার এই অপশনটিতে ক্লিক করুন l
এখান থেকে আপনার step-by-step চিত্র আঁকা দেখানো শুরু হবে l যেমন: প্রথম ধাপে এরকম একটি  কোষপ্রাচীর রাখতে হবে l এরপর ওই অপশনটিতে ক্লিক করলে দেখতে পাবেন এর পরবর্তীতে কি করতে হবে l যেমন নিজের স্কিনশট গুলো ফলো করুন l

এ ক্লিক করতে করতে আপনি একসময় সম্পূর্ণ চিত্র টি কিভাবে আঁকতে হয় সেটি বুঝতে পারবেন l

এখানে বায়োলজির মোটামুটি সবগুলো চ্যাপ্টারে সবগুলো গুরুত্বপূর্ণ চিত্র step-by-step কিভাবে আঁকতে হবে সেগুলো দেখানো হয়েছে একজন এইচএসসি স্টুডেন্ট এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট বলে আমি মনে করি তাই এটা আপনাদের মাঝখানে শেয়ার করলাম l

তো তাহলে আমার আজকের পোস্ট আমি এখানেই শেষ করছি। আশা করছি পোস্টটি আপনার বিন্দুমাত্র হলেও উপকার করবে। সবাইকে ধন্যবাদ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।

মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে তা জানিয়ে দেবে যেন আমি আরো নতুন নতুন পোস্ট করার উৎসাহ পাই।

আর এরকম নিত্যনতুন আরো তথ্য জানতে এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনি আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন হতে পারেন l

আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।


The post [hot] আপনি কি hsc পড়ুয়া স্টুডেন্ট ? আপনি কি বায়োলজি চিত্র আঁকতে প্যারা খাচ্ছেন? দেখুন এমন একটি ওয়েবসাইট যা আপনার বায়োলজির চিত্র অঙ্কনকে করে তুলবে আরও সহজ এবং মাধুরী পূর্ণ। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/4nUCRYh
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269