BLANTERVIO103

Messenger এ এলো নতুন ফিচার! “BUMP” feature কি এবং কিভাবে ব্যাবহার করবেন? (বিস্তারিত)

Messenger এ এলো নতুন ফিচার! “BUMP” feature কি এবং কিভাবে ব্যাবহার করবেন? (বিস্তারিত)
Thursday, August 11, 2022

Hello Dear Trickbd Users. I am back with another Tech update hope you will like it ◊

Meta Inc. নিয়মিত তাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন এর  জন্যে আপডেট দিয়ে থাকে। ফেসবুক ব্যাবহার করে কিন্তু মেসেঞ্জার ব্যাবহার করে না এমন লোক খুব কম পাওয়া যায় ।সারা পৃথিবীব্যাপী প্রায় বিলিয়ন খানেক ইউজার প্রতিনিয়ত মেসেঞ্জার অ্যাপ ব্যাবহার করে থাকেন। এইজন্যে Meta প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনার চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে মেসেঞ্জার এ নতুন একটা ফিচার লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো “BUMP MESSAGE” । MESSENGER APP এর LATEST আপডেট এর পর থেকে ব্যাবহার কারীরা এই ফিচারটি দেখতে পাচ্ছেন ।

সে কারণে আপনি যদি এটি ব্যাবহার করতে চান তবে অবশ্যই আপনার ফোনের মেসেঞ্জার অ্যাপটিকে লেটেস্ট ভার্সন এ আপগ্রেড করে নিতে হবে। তা না হলে এই ফিচারটির মজা উপভোগ করতে পারবেন না।

Note: আপনি যদি আপডেট করার পরও ফিচার টি দেখতে না পান তবে চিন্তিত হবেন না। পরের আপডেট থেকে হয়তো ফিচারটি পেয়ে যাবেন। তাই চিন্তিত হওয়ার কারণ নেই।

 

Facebook Messenger এ “BUMP MESSAGE” কী?

কোনো মেসেজ কে কোনো ধরনের copy paste অথবা রিপ্লাই ছাড়া দ্রুততম সময়ে mention করতে এবং অপর ব্যাবহারকারীর নিকট তুলে ধরতে এই অপশনটি ব্যাবহার করা হয়। তো আপনি যদি পূর্বে কোনো ছবি,ভিডিও কিংবা লেখা পাঠিয়ে থাকেন এবং হটাৎ করে চ্যাটিং করার সময় সেটি mention করার প্রয়োজন পরে তবে আপনি মেসেঞ্জার অ্যাপ এর এই BUMP অপশন টি ব্যাবহার করতে পারেন।

এর মাধ্যমে কোনো COPY PASTE বা REPLY ছাড়াই আপনি চ্যাট স্ক্রীন এ মেসেজ ভেসে উঠবে। এটি আপনার কিছু সময় বাঁচাবে এবং চ্যাটিং এ আরো মজা দিবে আপনাকে।

 

কিভাবে Bump message ফিচার টি ব্যাবহার করবেন?

এটি ব্যাবহার করার জন্যে প্রথমে আপনাকে মেসেঞ্জার অ্যাপ এ যেতে হবে এবং যেকোনো একটু কস্ট ওপেন করতে হবে।

এরপর যে মেসেজটি Bump করতে চান সেটি চেপে রাখুন। এরপর More option এ গিয়ে Bump option উপর ক্লিক করলে message টি Bump হয়ে যাবে এবং ঐ মেসেজ এর উপর ” You bumped your ( অথবা যার মেসেজ bump করবেন তার নাম)  message লিখা থাকবে “। আরো ভালো ভাবে বুঝতে নিচের ছবি গুলো লক্ষ্য করুন:

 

 

আপনি যতবার খুশি এই procces টা ব্যাবহার করে মেসেজ Bump করতে পারবেন।

 

Conclusion

 

তো এই ছিল আজকের পোস্ট। আজকে ছোট খাটো একটা Teach update দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে লাইক করবেন। আর পোস্ট সম্পর্কে কিছু বলার থাকলে কমেন্ট এ জানাবেন।

Trickbd এর সাথেই থাকুন । ধন্যবাদ♥

 

আরো দেখুন:

ক্লাস রুম জিনিয়াস, দেশের সর্বপ্রথম বোর্ড সিলেবাস ভিত্তিক অনলাইন প্রতিযোগিতা ! সময় থাকতে অংশগ্রহণ করুন আর জিতে নিন শিক্ষাবৃত্তি।

বিকাশ থেকে মোবাইল রিচার্জ করলেই পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাক। (অফারটি সকলের জন্যে প্রযোজ্য )

The post Messenger এ এলো নতুন ফিচার! “BUMP” feature কি এবং কিভাবে ব্যাবহার করবেন? (বিস্তারিত) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/1wuLYyO
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269