Hello Dear Trickbd lovers. I am Back with a another post. Hope you will like it
ভূমিকম্প ! এই নামটা শোনেনি এমন মানুষ খুব কমই আছে। বাংলাদেশে ঘটা প্রাকৃতিক দুর্যোগ গুলোর মধ্যে ভূমিকম্প অন্যতম। সাধারণত ভূগর্ভস্থ টেকটোনিক প্লেট এর পরস্পরের মধ্যে ধাক্কা লাগার কারণে ভূমিকম্প হয়ে থাকে।
ভূমিকম্প সাধারণত এক মিনিট থেকে শুরু করে কিছুক্ষেত্রে ১০/১২ মিনিট পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। তবে এটার স্থায়িত্বকাল কম হলেও এটি যে ক্ষতি করে যাই তা কিন্তু কখনো কম হয় না। ভূমিকম্পের ফলে বড় বড় দালান কোথা থেকে শুরু করে পাহাড় পর্যন্ত ধ্বসে পরে যায়। যার ফলে অনেক মানুষের প্রাণহানি ঘটে।
ভূমিকম্পের ক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে অন্যান্য দুর্যোগ এর মত এর সঠিক পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না। সে কারণে এটি থেকে রক্ষা পাওয়া অত্যন্ত মুশকিল।
আজকে আলোচনা করবো ভূমিকম্প শুরু হলে আপনি কিভাবে alert পাবেন এবং প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন।
ভূমিকম্প চলাকালীন সতর্ক করার জন্যে Google চালু করেছে Earthquake Alert system! এর মাধ্যমে আপনার পাশ্ববর্তী এলাকায় ভূমিকম্প হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। যার মাধ্যমে আগে থেকে সতর্ক হয়ে একটি নিরাপদ স্থানে অবস্থান করতে পারবেন।
সার্ভিসটি গুগল কতৃক অনেক আগে রিলিজ করা হলেও বাংলাদেশে এটি কয়েকদিন আগে চালু করা হয়েছে।
কিভাবে Earthquake Alert সার্ভিসটি চালু করবেন…
এর জন্যে প্রথমে আপনাকে আপনার ফোনের settings এ চলে যেতে হবে। সেটিংস এ গিয়ে search bar এ loaction লিখে সার্চ করুন।
এরপর location লেখাটির উপর ক্লিক করুন। এরপর একটু নিচের দিকে যান দেখবেন Earthquake Alert নামে একটি option পাবেন ।
এরপর Earthquake Alert option টা enable করে দিন।
সতর্কতা: এটি সঠিকভাবে কাজ করার জন্যে অবশ্যই সবসময় মোবাইল data এবং মোবাইল ফোনের gps location চালু থাকা লাগবে না হলে এটি কাজ করবেন না।
আশপাশে কোথাও ভূমিকম্প হলে নিচের মত এইরকম alert দেখতে পাবেন আপনার notification panel এ।
Alert চালু হলে আপনার ফোনে silent mode এ থাকলেও জোরে জোরে বাজতে থাকবে যতক্ষণ না আপনি সেটি বন্ধ করেন।
“Conclusion“
তো এই ছিল আজকের পোস্ট ভালো লাগলে Like,Share,Comment করতে ভুলবেন না।
ভালো থাকুন ,সুস্থ থাকুন , Trickbd এর সাথেই থাকুন। আপনার দিনটি ভালো কাটুক ধন্যবাদ।
আরো দেখুন:
বিকাশ থেকে মোবাইল রিচার্জ করলেই পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাক। (অফারটি সকলের জন্যে প্রযোজ্য )
The post যেই ভাবে চালু করবেন Google Earthquake Alert ! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/jCRqIeB
via IFTTT
Emoticon