BLANTERVIO103

Termux এ কিভাবে ngrok ইনস্টল করেন চলুন দেখে আশা যাক।

Termux এ কিভাবে ngrok ইনস্টল করেন চলুন দেখে আশা যাক।
Tuesday, August 9, 2022

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পোর্ট ফরওয়ার্ডিং ( Port Forwarding) করতে হয় Ngrok ব্যাবহার করে। তার আগে চলুন জেনে নেওয়া যাক Ngrok কি এবং পোর্ট ফরওয়ার্ডিং কি?

Ngrok কি?

NGROK আপনার লোকাল মেশিনের এর পাবলিক URL এর একটি নিরাপদ সুড়ঙ্গ সৃষ্টি করে ।  আপনি চাইলে আপনার লোকাল ওয়েবপেজ ব্রাউজ করতে পারেন। কিন্তু যখন আপনি Ngrok চলো করবেন, তখন এটি আপনার লোকাল ওয়েবপেইজের একই পোর্ট ব্যাবহার বাহিরের অন্যান্য ওয়েব রিকোয়েস্ট গ্রহণ করতে সক্ষম হয়।

পোর্ট ফরওয়ার্ডিং কি?

 
পোর্ট ফরওয়ার্ডিং কে অনেকে পোর্ট ম্যাপিং ও বলে। আমরা যখন কোন payload তৈরি করি তখন কিন্তু নিজের আইপি ব্যবহার করে থাকি। সেই আইপি দিয়ে কিন্তু সবাইকে access দিবে না শুধু আমার লোকাল আইপিতে যারা কানেক্টড শুধু তাদেরটা access দিবে। এই লোকাল আইপি কে যেই ভাবে হক যখন পাবলিক আইপি তৈরি করা হয় তখন তাকে পোর্ট ফরওয়ার্ডিং বলে । তো চলুন কাজে মানা যাক।

যা যা লাগবে :

১) Termux

২) Ngrok

প্রত্যেকটি ধাপ সঠিক ভাবে অনুসরণ করুন: 

প্রথমে আমরা termux এ চলে যাবো। termux ডাউনলোড এর কথা বলছি না কারণ সব বেশি সবাই এখন termux ব্যবহার করে।

প্রথমে termux কে আপডেট করে নিবো ।

pkg update

এখন আমাদের wget প্যাকেটি লাগবে কারণ আমরা wget দিয়ে ngrok ডাউনলোড করবো। তাই এখন আমাদের wget ইনস্টল করতে হবে।

pkg install wget

এখন আমাদের unzip প্যাকেজটি লাগবে কারণ আমরা tzg ফাইলটি ডাউনলোড করবো সেটা কে unzip করতে হবে তাই এখন unzip প্যাকেজটি ইনস্টল করবো।

pkg install unzip

এখন আমরা চলে যাবো ngrok এর অফিসিয়াল ওয়েবসাইটে ।তারপর sing up for free ক্লিক করবো।

ngrok website

এখন আমরা একটা account করে নিবো। আগে যে কোন মেইলে হতো এখন হলেও সেটা verify করতে হয় । পাসওয়ার্ড কম পক্ষে ১০ টা অক্ষর হতে হবে।

Account করা হলে verify করে নিবেন।

এখন আমরা Linux (arm) ট্যাপ করে ধরে রাখবো।

এখন copy link address ক্লিক করবো ।লিংকটা কপি হয়ে যাবে।

এখন আবার ও termux এ চলে আসবো। এখন আমাদের ngrok টা ডাউনলোড করবো।

এই জন্য লিখবো

wget (copy link paste koren)

তারপর ডাউনলোড শুরু হয়ে যাবে।

ডাউনলোড শেষ হলে আমরা ls দিয়ে ইন্টার করবো।

এখন আমাদের ফাইলটিকে unzip করবো।

tar -xvzf (you ngrok zip file name)

এখন আমরা ngrok file টা কে পারমিশন দিবো।

chmod +x ngrok

এখন আবার আমরা ngrok ওয়েবসাইটে চলে যাবো। এখন আমরা connected you account যেই টোকেন টা আছে সেটা সবটুকু কপি করবো।

আবার termux এসে আমরা এখন সেটা পেস্ট করবো।

./(you ngrok access token paste)

এখন ngrok রান করবো। যে যেইভাবে পোর্ট ফরওয়ার্ড করবেন সেই ভাবে দিয়ে নিবেন । আমি দেখানোর জন্য একটা দিয়ে নিলাম।

ইন্টার দেওয়ার আগে অবশ্যই আপনার ফোনের হটস্পট অন করতে হবে। তা না হলে ngrok কাজ করবে না। 

দেখতেই পাচ্ছেন আমার লিংক হয়ে গেছে মানে পোর্ট ফরওয়ার্ড এর জন্য লিংক জেনারেট হয়ে গেছে ।তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন।

বি:দ্র : ngrok নিয়ে আগে পোস্ট আছে কিন্তু আগের way তে এখন ngrok unzip করতে পারবেন এবং কিছুটা আপডেট হইছে যার কারণে পোস্ট করা।

আল্লাহ হাফেজ

The post Termux এ কিভাবে ngrok ইনস্টল করেন চলুন দেখে আশা যাক। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/vRQKOPc
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269