BLANTERVIO103

কোনো ঝামেলা ছাড়াই পছন্দের মুভি ডাউনলোড করুন। Advertise মুক্ত!

কোনো ঝামেলা ছাড়াই পছন্দের মুভি ডাউনলোড করুন। Advertise মুক্ত!
Tuesday, August 16, 2022

Hello Dear Trickbd Users! Hope you all are doing well. I am back with another post. Hope you will like it ❤

LIGHT CAMERA & ACTION!

এইভাবেই শুরু হয় প্রত্যেকটা সিনেমা এর শুটিং এর। এরপরে কয়েক মাস এবং বছর যাবৎ শুটিং হওয়ার পর আমরা সেইসব সিনেমা দেখতে পাই। আগেকার দিনের সাদাকালো সিনেমায় হোক আর এখনকার রঙিন প্রতিটা সিনেমায় যেন মানুষের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে। কিছু কিছু সিনেমা মানুষকে হাসাই আবার কিছু কিছু সিনেমা মানুষকে চোখের জল ফেলতে বাধ্য করে। এটি মানুষের অত্যন্ত আবেগের এক বস্তু

আমার মত সিনেমা প্রেমিক যারা আছেন তারা সবসময় একটা সাইট খোঁজে যেইখান থেকে বিনা ঝামেলায় মুভি ডাউনলোড করা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এমন ওয়েবসাইট খুজে পাওয়া অত্যন্ত দুষ্কর অনেকটা “খড়ের গাদায় সুচ খোঁজার মত”। খুঁজে দুই একটা ভালো সাইট পেলেও advertise মাত্রাতিরিক্ত হওয়ার জন্যে মুভি ডাউনলোড করার মজাটাই নষ্ট হয়ে যায়। এর মধ্যে কিছু সাইট adfree হলেও বেশিদিন তার মেয়াদ থাকে না। প্রচারের স্বার্থ ফোরানোর পর পরই আবার সেই অ্যাড এর ঝামেলা শুরু হয়ে যায়।

Trickbd আজ কয়েকদিন যাবত মুভি ডাউনলোড ওয়েবসাইট নিয়ে পোস্ট হচ্ছে। আমি ভাবলাম সেই সাথে তাল মিলিয়ে একটা পোস্ট করলে কেমন হয়!

তো আজকে share করবো বাংলাদেশের প্রথম Adfree মুভি download website। যেইখান থেকে আমি আমার পছন্দের সব সিনেমা ডাউনলোড করে দেখি।

 

Index BD

বাংলাদেশের প্রথম Adfree মুভি ডাউনলোড ওয়েবসাইট! এটি BANGLADESH HOARDING দ্বারা পরিচালিত একটা ওয়েবসাইট। মূলত টেলিগ্রাম এ BANGLADESH HOARDING এর MIRROR BOT এর ইনডেক্স সাইট এটি। এইখান থেকে আপনারা কোন অ্যাড ছাড়াই যেকোনো মুভি ডাউনলোড করে উপভোগ করতে পারবেন এছাড়াও অনলাইন এ strem করতে পারবেন। এইখানে নিয়মিত নতুন নতুন মুভি আপডেট করা হয়।

নিচে এর কিছু ছবি দেওয়া হলো ।

প্রথমে সার্চ বারে গিয়ে আপনার পছন্দের মুভি কিংবা ওয়েবসিরিজ সার্চ করুন। আমি এই ক্ষেত্রে HOICHOI এর kaiser সার্চ করেছি। নির্দিষ্ট ফলাফলের জন্যে সিনেমা এর মুক্তির সাল উল্লেখ করে দিলে খুঁজে পেতে সুবিধা হয়।

 

এরপর দেখুন সার্চ রেজাল্টে অনেকগুলো ফাইল দেখাচ্ছে। এখান থেকে আপনার পছন্দের ফাইলটি খুঁজে বের করুন এবং ওপেন করুন।

আপনার ফাইলটির ভিতরে গিয়ে কোন ধরনের অ্যাড এ ক্লিক ছাড়াই ফাইলটি ডাউনলোড করতে পারবেন এবং অনলাইনেও দেখতে পারবেন। এখানে অনেকগুলো বট ব্যবহার এর জন্য QUOTA LIMIT এর অসুবিধা নেই। আর গুগল ড্রাইভ ইনডেক্স থেকে ডাউনলোড করার জন্যে ডাউনলোড pause/ resume এ কোনো সমস্যা হয় না। এছাড়া গুগল ড্রাইভ থেকে ইনডেক্স হওয়ার কারণে ভালো ডাউনলোড স্পীড পাওয়া যায়।

Bangladesh Hoarding এর টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হতে পারেন সেইখানে সকল নতুন নতুন MOVIE/ WE SERIES এর আপডেট দেওয়া হয়।

BANGLADESH HOARDING IN TELEGRAM!

 

এছাড়া তাদের নিজস্ব mirror group রয়েছে যেইখানে থেকে আপনি চাইলেই আপনার যেকোনো ফাইল mirror করতে পারবেন। এছাড়া সেই গ্রুপ থেকে মুভি সার্চ করে দেখতে পারবেন। তবে বর্তমানে এই Group এর invitaion link বন্ধ আছে। তাই নতুন ইনভাইটেশন লিংক পেতে BANGLADESH HOARDING এর চ্যানেল এ যুক্ত থাকুন। সেইখানেই সকল আপডেট দেয়া হয়।

 

তো এই ছিল আজকের পোস্ট ভালো লাগলে Like,Share,Comment করতে ভুলবেন না।

ভালো থাকুন ,সুস্থ থাকুন , Trickbd এর সাথেই থাকুন। আপনার দিনটি ভালো কাটুক ধন্যবাদ।

The post কোনো ঝামেলা ছাড়াই পছন্দের মুভি ডাউনলোড করুন। Advertise মুক্ত! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/dYUpj92
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269