আসসালামু আলাইকুম
আশা করি আপনি ও আপনার ফ্যামিলি সকলেই অনেক ভালো আছেন।
আমাদের অনলাইনে প্রায়শই বিভিন্ন সাইটে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের শর্তের সম্মুখিন হতে হয়।
আমরা যারা অনলাইনে বিভিন্ন সাইটে কাজ করি সে সকল সাইটে এন আইডি ভেরিফিকেশন ও মাঝে মধ্যে এড্রেস ভেরিফিকেশন এর সম্মুখিন হতে হয়।
এন আইডি ভেরিফিকেশন আমরা সহজে সমাধান করতে পারলেও এড্রেস ভেরিফিকেশন হয় যত বাধা। কারণ নিজের নামে তো আর সকলের বিদ্যুৎ বিলের কাগজ থাকে না।
তাই আজ এই পোস্টে পেয়ে যাবেন সম্পুর্ন ইংরেজিতে লিখা বিদ্যুৎ বিল।
বিদ্যুৎ বিলের পি ডি এফ ফাইল টি এখান থেকে ডাউনলোড করুন।
আপনারা উপরের লিংক থেকে বিদ্যুৎ বিলের পি ডি এফ ফাইলটি ডাউনলোড করে প্রয়োজন মত তথ্য পরিবর্তন করে নিবেন।
পি ডি এফ ফাইলটি এডিট করার জন্য চলে যাবেন sejda.com এ।
সেখানে আপনার পিডিএফ ফাইলটি আপলোড করে খুব সহজেই তথ্যের পরিবর্তন করতেন।
বিদ্যুৎ বিলের কপি এর মধ্যে অনেক কিছু কমন খুজে পাবেন যেমন ব্যক্তির নাম, জেলার নাম, বিল নাম্বার, কনজিউমার নাম্বার যা একাধিক বার লিখা থাকে।
এরকম একাধিক জায়গায় লিখাকে একবারে পরিবর্তন করার জন্য স্ক্রিনশটে দেখানো অপশন টি ব্যবহার করুন।
একাধিক বার যে লিখাটি রয়েছে তা পরিবর্তনের জন্য অবশ্যই সেই লিখাটি হুবহু প্রথম ঘরে লিখতে হবে। তারপর আপনার লিখাটি দ্বিতীয় ঘরে দিয়ে Replace All এ ক্লিক করলেই হয়ে যাবে।
যে কোন লিখাকে টাচ করে পরিবর্তন করতে চাইলে অবশ্যই এই অপশনে ক্লিক করে নিতে হবে যদি অন্য কোন অপশন ক্লিক করা থাকে।
সম্পূর্ণ ভাবে বিদ্যুৎ বিল টি তৈরি করার জন্য যা যা পরিবর্তন করতে হবে তা দেখে নিন এক নজরে।
- একাউন্ট ব্যালেন্স
- আপনার নাম।
- জেলার নাম।
- গ্রামের নাম।
- বিলের মাসের নাম ও বছর।
- ইস্যুর তারিখ।
- কনজিউমার নাম্বার।
- বিলের নাম্বার।
- মিটার নাম্বার।
- পূর্বের একাউন্ট নাম্বার।
- বুক নাম্বার।
- ওয়াল্ক ও আর ডি নাম্বার
- পেমেন্ট প্রদানের শেষ তারিখ।
- বর্তমান তারিখ ও আর ডি জি ইউনিট সংখ্যা।
- পূর্বের তারিখ ও আর জি ডি ইউনিট সংখ্যা।
- কারেন্ট চার্জ উপরের বর্তমান ও পূর্বের ইউনিট বিয়োগ করে, তার সাথে ইউনিট রেট গুন করে নিজের মত করে ফলাফল বসিয়ে নিবেন।
- এরকম ভাবে অফিসের অংশটুকু অনুরুপ পরিবর্তন করে নিলেই হবে।
অবশ্যই চেষ্টা করবেন যেখানে যত গুলি সংখ্যা আছে সেখানে তত গুলি সংখ্যা ব্যবহার করতে।
এই বিষয়ে কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে আমাকে জানাতে পারেন।
আমার ফেইসবুক আইডি।।
The post সম্পূর্ণ ইংরেজিতে খুব সহজে বিদ্যুৎ বিল তৈরি করুন। অনলাইনের যেকোন সাইটের এড্রেস ভেরিফিকেশন করতে পারবেন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/kn5z8uC
via IFTTT
Emoticon