BLANTERVIO103

বিশ্বের প্রথম ওয়েবসাইট কোনটি এবং এর ডেভেলপার কে ছিলেন?

বিশ্বের প্রথম ওয়েবসাইট কোনটি এবং এর ডেভেলপার কে ছিলেন?
Thursday, February 17, 2022

আপনি কি জানেন, বিশ্বের প্রথম ওয়েবসাইটের নাম কি? এটি কত সালে তৈরি করা হয় এবং এর ডেভেলপার কে ছিলেন?

আপনি কি কখনো সেই সাইট খুলে দেখেছেন? আমরা যদি এভাবে চিন্তা করি যে, সেই ওয়েবসাইটটি যদি তৈরি না হতো, তাহলে আমরা আজকে ইন্টারনেট তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে এতটা এগিয়ে যেতে পারতাম না।

বিশ্বের প্রথম ওয়েবসাইটের নাম কি এবং এর ডেভেলপার কে ছিলেন?

বর্তমানে ইন্টারনেটে হাজার হাজার লক্ষ লক্ষ্য ওয়েবসাইট উপলব্ধ রয়েছে। এগুলোর মধ্যে আমাদের প্রয়োজনে আমরা প্রতিদিন অনেক ওয়েবসাইটে প্রবেশ করে থাকি, বিভিন্ন তথ্য পাওয়ার জন্য।

কিন্তু আপনি কি দেখেছেন, পৃথিবীর প্রথম ওয়েবসাইট কেমন ছিল?

১৯৯১ সালের ৬ আগষ্ট স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি প্রথম ওয়েবসাইট তৈরি করেন।

এই ওয়েবসাইটটি World Wide Web (WWW) প্রোজোক্টের অংশ হিসেবে ফ্রান্সের একটি অংশে প্রথম চালু হয়। এই ওয়েবসাইটটির address ছিলো,

>> http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html

টিম বার্নার্স-লি কে World Wide Web এর জনক বলা হয়।

এটি মূলত তৈরি করা হয়েছিল যে কারণে,

টিম বার্নার্স লি CERN এ নিযুক্ত ছিলেন। এখানে আরো নিযুক্ত ছিলো বিশ্বের ১০০ টিরও বেশি দেশ থেকে ১৭০০ জনেরও বেশি বিজ্ঞানি।

তারা CERN সাইটে তাদের কিছু সময় ব্যয় করেন এবং বাকি সময় গুলো তাদের নিজ দেশে এবং তাদের জাতীয় বিশ্ব বিদ্যালয় এবং গবেষণাগারে কাজ করেন।

তাই টিম বার্নার্স-লি লক্ষ্য করেন, তাদের এমন একটা কিছুর প্রয়োজন ছিলো, যার মাধ্যমে তারা সহজেই একে অপরের সাথে যেকোন গবেষণার বিষয় নিয়ে মতামত আদান প্রদান করতে পারে।

ওয়েবসাইটটিতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সম্পর্কে বর্ণনা করা হয় এবং কিভাবে সার্ভার তৈরি করতে হয় এ বিষয়ে বলা হয়েছিল।

এই ওয়েবসাইটটি ইন্টারনেটে এখনো রয়েছে। এছাড়া, এটিকে একেবারে আগের মতো করেই রাখা রয়েছে এবং কোন ধরনের পরিবর্তন করা হয়নি।

আর এর ইউয়ারএল টিও অপরিবর্তিত রয়েছে।

আপনি চাইলে উপরের লিংক থেকে ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

ওয়েবসাইট কি এ বিষয়ে বিস্তারিত জেনে নিন এখান থেকে।

The post বিশ্বের প্রথম ওয়েবসাইট কোনটি এবং এর ডেভেলপার কে ছিলেন? appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/CFr8YS5
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269