BLANTERVIO103

ফ্রি বিদ্যুত কি আসলেই সত্য? নাকি মিথ্যা

ফ্রি বিদ্যুত কি আসলেই সত্য? নাকি মিথ্যা
Wednesday, February 23, 2022

আসসলামুয়ালাইকুম।কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন।


আজকের বিষয় বিদ্যুত কি বিনামূল্যে পাওয়া যায়?
না।এরকম কোনও বিনামূল্যের বিদ্যুত নেই যেরকম আপনি ভাবছেন,ইউটিউবে এরকম অনেক ফেক ভিডিও আছে।যেমন ২টা 5ভোল্ট মটর দিয়ে ফ্রি লাইট জালানো,সিডিতে তামা পেছিয়ে বিদ্যুত তৈরি,চম্বুক আর তামার কয়েল থেকে বিদ্যুত উৎপাদন ইত্যাদি সবই ধোকা,ভিডিও ভাইরাল বা ভিউ এর জন্য কেউ কেউ এরকম ভিডিও দিয়ে থাকে।এর পেছনে থাকে নানান কারচুপি
তবে Solar Panel, Wind Terbine ,watar Jenaretor ইত্যাদি থেকে স্বল্পখরচে পরবর্তিতে বিনামূল্যে বিদ্যুত পাব,কিন্তু এটাকে কি ফ্রি এনার্জি বলা যাবে?
না বলা যাবে না।এটা হলো শক্তির পরিবর্তন বা রুপান্তরণ।কিভাবে?

আগে আমাদের জানতে হবে বিদ্যুত একধরণের শক্তি,আলো,তাপ,শব্দ,কম্পন,বাতাস ইত্যাদি এগুলোও শক্তি।মানুষ তার প্রয়োজনে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এক শক্তিকে অন্য শক্তিতে রুপান্তর করে থাকে।যেমন তাপ শক্তি থেতে বিদ্যুত শক্তি,বায়ু শক্তি থেকে বিদ্যুত শক্তি,চাপ শক্তি থেকে বিদ্যুত শক্তি ইত্যাদি মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়।
আজ এখানেই সমাপ্ত।দেখা হবে অন্য কোন পোস্টে।ধন্যবাদ

The post ফ্রি বিদ্যুত কি আসলেই সত্য? নাকি মিথ্যা appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/dSE3rDX
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269