BLANTERVIO103

নিজেই তৈরি করুন ওয়্যারলেস এলইডি লাইট আর চমকে দিন আপনার বন্ধুদের!

নিজেই তৈরি করুন ওয়্যারলেস এলইডি লাইট আর চমকে দিন আপনার বন্ধুদের!
Thursday, May 12, 2022
  • আসসালামুয়ালাইকুম।কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন।পোস্টের টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে একটি ছোট খাট বৈদ্যুতিক সার্কিট নিয়ে আলোচনা করবো।
  • এখানে আমরা তার ছাড়া কিভাবৈ লাইট জ্বালানো সম্ভব তা দেখবো।এখানে ২টি অংশ থাকবে একটি প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল।প্রাইমারি কয়েলে 5ভোল্ট ব্যাটারী,ট্রানজিস্টর ও একটি রেজিস্টর থাকবে এবং সেকেন্ডারি কয়েলে আমাদের ২ থেকে ৪ ভোল্টের লাইট লাগানো থাকে।
  • এই নিয়মেই সাধারণত আজকালকার ওয়্যারলেস চার্জারগুলো তৈরি হচ্ছে।
  • বিঃদ্রঃ যারা এই বিষয়ে জানেন তাদের জন্য পোস্ট টা করা হয়নি বরং যারা জানেন না কেবল তাদের জন্য  তো চলুন শুরু করা যাক।
  • প্রথমে ৩৫(swg) তামার তার গোলাকার বস্তুর উপর যেমন কসটেপ এর উপর কয়েল পেচাই।প্রাইমারি কয়েল ১৫ পেচের পর ১টা অন্তর রেখে আবার একিভাবে আরো ১৫টি পেচ দেই এবং সেকেন্ডারি কয়েল ২০ বা ২৫ বার পেচাই এভাবে,]
  • তারপর ট্রানজিস্টর bc547,220 ohm রেজিস্টর প্রাইমারি কয়েলের সাথে এভাবে তাতাল দিয়ে লাগাই,
  • সেকেন্ডারি কয়েল এরপর ব্যাটারীর পজেটিভ বিন্দু প্রাইমারি কয়েলের মধ্যস্হবিন্দুতে এবং এর নেগেটিভ টার্মিনাল ট্রানজিস্টর এর কালেকটর এর সাথে যুক্ত করি।
  • সেকেন্ডারি কয়েল
  •  এখন এগুলোকে এক জায়গায় আনি এবং দেখুন তার বিহিন লাইট জলছ্বে।।j

দেখুন লাইট জলতেছে। তো আজ এখান থেকেই।
বিঃদ্রঃ কয়েল দুটি টেপ দিয়ে আটকাবেন,ভালো মানের ৩ থেকে৬-৭ ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে হবে, ভালো মানের ২থেকে৫ ভোল্টের লাইট ব্যবহার করতে হবে, জয়েন্ট গুলো ভালো ভাবে তাতাল দিয়ে লাগাতে হবে, কয়েল এলো মেলো করা যাবে না এবং বিশেষ ভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। তাড়াহুড়ো করা যাবে না[/b‌]

The post নিজেই তৈরি করুন ওয়্যারলেস এলইডি লাইট আর চমকে দিন আপনার বন্ধুদের! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://trickbd.com/uncategorized/774173
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269