BLANTERVIO103

উচ্চ বেতনে সম্পূর্ণ ফ্রীতে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাবার সুবর্ণ সুযোগ । খুব শিঘ্রই কোরিয়ান লটারির সার্কুলার হবে । কিভাবে যাবেন, কি কি যোগ্যতা লাগবে, সুযোগ সুবিধা বিস্তারিত পোস্টে

উচ্চ বেতনে সম্পূর্ণ ফ্রীতে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাবার সুবর্ণ সুযোগ । খুব শিঘ্রই কোরিয়ান লটারির সার্কুলার হবে । কিভাবে যাবেন, কি কি যোগ্যতা লাগবে, সুযোগ সুবিধা বিস্তারিত পোস্টে
Monday, August 1, 2022

আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন । আজ আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট শেয়ার করবো । তা অনেকের উপকারে আসবে বলে আমি মনে করি ।

বর্তমানে আমাদের দেশের বেশিরভাগ বেকার যুবকই দেশের বাহিরে যাবার বেশ ইচ্ছে পোষণ করে থাকে । সৌদি, দুবাই, মালয়েশিয়া, ইতালি বা এরকমই কিছু দেশ গুলোই পছন্দের শির্ষ্যে । কিন্তু অনেকেই হয়তো এ বিষয়টা জানেই না যে, সম্পূর্ণ ফ্রীতে এবং সরকারীভাবে উচ্চ বেতনে দক্ষিণ কোরিয়া যাওয়া যায় । ২০১৩ সাল থেকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার শ্রম আইন চুক্তি অনুযায়ী ৩টি খাতে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মি নিয়োগ প্রক্রিয়া চলছে । আসুন জেনে নিই বিস্তারিতঃ

 

কিভাবে যেতে হবেঃ

২০১৩ সাল থেকে চলমান প্রকিয়া অনুযায়ী আপনাকে কোরিয়ান লটারির মাধ্যমে উত্তির্ণ হতে হবে । তারপর উত্তির্ণ প্রার্থীদের ভাষা শিখতে হবে (ভাষা শেখার জন্য ৩মাস সময় দেওয়া হয়) এবং ভাষা শিক্ষা শেষে ভাষার উপর পরিক্ষা দিয়ে উত্তির্ণ হতে হবে । যদি আপনি উত্তির্ণ হন, তারপর আপনাকে ৩টি খাতের মধ্যে আপনার পছন্দমতো বিষয়ের উপর ট্রেনিং প্রদান করা হবে । সর্বশেষ আপনাকে ট্রেনিংয়ের উপর চুড়ান্ত পরিক্ষা প্রদান করে পাশ করা সাপেক্ষে কোরিয়া গমনের জন্য সিলেক্ট করা হবে । অতঃপর ৪মাস থেকে ৮মাসের মধ্যে সরকারীভাবে আপনি দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করতে পারবেন ।

 

ফ্রী এবং সরকারীভাবে কোরিয়া যেতে যা যা যোগ্যতা আপনার দরকার হবেঃ

  • সর্বনিম্ন ssc/সমমান/ভোকেশন পাশ (আবশ্যক)
  • ভোকেশনাল ট্রেড কোর্স (যদি থাকে, আবশ্যকতা নেই)
  • কোরিয়ান ভাষা জানা থাকতে হবে ।
  • ইতিপূর্বে অবৈধভাবে কোরিয়া গমন করে নি এমন ব্যক্তি হতে হবে ।
  • বয়স ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে ।
  • পাসপোর্ট থাকতে হবে ।
  • সাধারণ মেডিক্যাল ফিটনেস থাকতে হবে ।

 

কোরিয়া যাবার সুবিধাঃ

  • মাসিক বেতন সর্বনিম্ন ১,৫০,০০০ (এ লক্ষ পঞ্চাশ হাজার)
  • সরকারীভাবে সম্পূর্ণ ফ্রীতে যাবার ব্যবস্থা
  • যাবার পরে ১ম এক মাসের থাকা ও খাবার খরচ সম্পূর্ণ সরকারের ।
  • উন্নত ও ভালো কোম্পানীতে কাজের সু-ব্যবস্থা
  • ভালো কাজের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে ই-৭ ভিসায় পরিবর্তন করে স্থায়ীভাবে বসবাসের সুবর্ণ সুযোগ ।
  • ৪বছর বৈধ্যভাবে কোরিয়া থাকতে পারবেন । (তবে কাজের মান ভালো হলে অবশ্যই আপনি ২বছর করে বাড়াতে পারবেন )
  • ৪বছর মেয়াদে ৬বার ছুটিতে দেশে আসার সুবিধা ।

 

কি কি কাজে যেতে পারবেনঃ

  • ম্যাক্যানিক্যাল (সাধারণ মেশিনারিজ কারখানায় কাজ)
  • কাঠশিল্প (কাঠ শিল্পের মিস্ত্রি থেকে শুরু করে দেখাশোনার দায়িক্ত)
  • কৃষিশিল্প (কৃষি খাতে, যেমনঃ নার্সারীর দায়িক্তে থাকা । কয়েক হেক্টর ফসলি জমিতে দেখভাল করা ইত্যাদি)

 

সার্কুলার প্রক্রিয়া বা এবছর কখন হবেঃ

প্রতি বছরই আমাদের দেশে কোরিয়ায় লোকবল নিয়োগের লক্ষে লটারির হয়ে থাকে (যদিও করোনার প্রভাবে ২০২০ ও ২০২১ দুই বছর বন্ধ ছিলো) ।

এবছরে ইতিমধ্যে প্রবাসী কল্যান সংস্থা Bangladesh Overseas Employment and Services Limited(BOESL) তাদের একটি ফেসবুক পেজে এ বিষয়ে একটি নোটিস দিয়েছেন যে খুব শিঘ্রই ভাষা পরিক্ষার নিবন্ধন শুরু হবে (অর্থাৎ লটারির সার্কুলার হবে) । আমাদের একটি সোর্স থেকে সংগৃহিত যে চলমান আগষ্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের যেকোন সময়ে এই সার্কুলার টি হবে ।

 

আবেদন প্রক্রিয়াঃ

সার্কুলার টি মূলত ২দিন ব্যাপি হয়ে থাকে ।

এসময় নির্দিষ্ট একটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহন করা হয় ।

আবেদনের জন্য ব্যক্তির পাসপোর্ট এর স্ক্যান কপি ও পূর্ণাঙ্গ নাম, জন্মদিন ব্যবহার করে, বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন করতে হয় । (আবেদন ফ্রি ২০১৯এ ছিলো ৫০০টাকা)

আবেদনের পরে নির্দিষ্ট একটি তারিখে দক্ষিণ কোরিয়ায় এই লটারির ড্র অনুষ্ঠিত হয় । তারপর ড্র হতে সিলেক্টটেড ব্যক্তিদের পর্যায়ক্রমে লিষ্ট করে বাংলাদেশে রেজাল্ট পাবলিশ করা হয় । (এই সিষ্টেমটি শুরু থেকে শেষ পযন্ত কোরিয়া থেকে পরিচালিত করে)

 

তারপর রেজাল্ট এ যাদের নাম আসবে । তাদের এবার ভাষা শিক্ষার পালা । এ ভাষা শিক্ষার জন্য ব্যক্তি ৩মাস সময় পাবে ।

 

তো চলুন এবার জানা যাক এই ভাষা কোথায় শেখা যায় বা এই ভাষা শিখতে কতদিন লাগতে পারে বা কেমন এই ভাষাঃ
সহজ কথায় বলতে গেলে কোরিয়ান ভাষা অনেকটাই সহজ । অনেকটা বাংলা ভাষার মতোই । ব্যাসিক ভাষা টুকু শিখলেই হয় । ব্যাসিক ভাষা শিখতে সময় লাগে আনুমানিক ৩ মাস । ৩মাসই যথেষ্ট এই ভাষা আয়ত্ব করতে ।  আর এই ভাষা শিখতে হলে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অনুমোদিত যেকোন ভাষা ট্রেনিং সেন্টার এ ভর্তি হতে হবে । ভর্তি ফি আনুমানিক ১০ হাজার থেকে ২০ হাজারের মধ্যে ।

এরমধ্যে অন্যতম ট্রেনিং সেন্টার হচ্ছে, “মিরপুর কোরিয়ান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টার (MKLC)” এটা মিরপুর ১নম্বর (মুক্তবাংলা শপিং সেন্টারে অবস্থিত) । এখানে সবথেকে বড় সুবিধা হলো থাকা ও খাওয়ার সুবিধা সহ এই ট্রেনিং সেন্টার ভাষা শিক্ষা নিতে পারবেন । তাছাড়াও কোরিয়া গমনকৃত ৫০% কর্মিই এই ভাষা সেন্টার থেকে ভাষা শিখেছেন । তাদের ফেসবুক পেজঃ https://www.facebook.com/mklcdhaka  । তাদের সাথে যোগাযোগ করলে তারা এ বিষয়ে আর বিস্তারিত বুঝিয়ে বলতে পারবে অথবা প্রশ্ন বা মতামত থাকলে তারা আপনাকে সহযোগিতা করতে পারবে ।

 

আশা করি সমস্ত খুটিনাটি তুলে ধরতে পেরেছি । এরপরেও যদি ভুল হয় তবে ক্ষমা করবেন ।

ধন্যবাদ ।

The post উচ্চ বেতনে সম্পূর্ণ ফ্রীতে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাবার সুবর্ণ সুযোগ । খুব শিঘ্রই কোরিয়ান লটারির সার্কুলার হবে । কিভাবে যাবেন, কি কি যোগ্যতা লাগবে, সুযোগ সুবিধা বিস্তারিত পোস্টে appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/QcqZrv6
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269