BLANTERVIO103

ফেসবুক এর নতুন আপডেট! এখন কমেন্ট করতে পারবেন স্টোরি তেও!

ফেসবুক এর নতুন আপডেট! এখন কমেন্ট করতে পারবেন স্টোরি তেও!
Monday, August 1, 2022

আসসাামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে বেশ ভালো আছেন।







আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম ফেসবুক এর নতুন এবং খুবই দরকারি ও ছোট্ট একটি আপডেট, ফেসবুক স্টোরি কমেন্ট।







বন্ধুরা facebook এ আমরা যুগ যুগ ধরে সব ধরণের পোস্টেই কমেন্ট ও রিপ্লাই অপশন টি ব্যাবহার করে আসছি। কিন্তু আমরা সকলেই জানি যে ফেসবুক ও মেসেঞ্জার এ কারো স্টোরি তে কিছু মন্তব্য করতে চাইলে সেটা তাকে ডাইরেক্ট মেসেজে করতে করতে হয়। কিন্তু এখন এইখানে কিছুটা আপডেট এসেছে। এখন আপনি চাইলে কমেন্ট ও করতে পারেন। রিপ্লাই ও করতে পারবেন।







এবং সেই কমেন্টে যে কেউ রিয়েক্ট ও করতে পারবে। কমেন্ট ও রিপ্লাই গুলো যিনি স্টোরি শেয়ার করেছেন তাঁর তার সমস্ত বন্ধুরা দেখতে পারবে, রিয়েক্ট করতে পারবে, এমন কি মেনসন করতেও পারবে। সেটা কিভাবে করবেন নীচে দেখুন।







এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। যেয়ে সার্চ অপশন টি তে ক্লিক করে Facebook লিখে সার্চ করুন।

এখানে আপনি আপডেট এর অপশন টি পেয়ে যাবেন। আমার টা অলরেডি আপডেট করা হয়েছে। তাই এইখানে আপডেট অপশন টি দেখাচ্ছে না। অপশন টি থাকলে আপডেট এ ক্লিক করে আপডেট করে নিবেন।

এরপর আপনি চলে আসুন আপনার ফোনের ফেইসবুক অ্যাপ এ। এসে story তে ক্লিক করুন।

আমি এই ছবিটি শেয়ার করছি। আপনি যেকোনো ছবি বা লিখেও শেয়ার করতে পারেন।

শেয়ার করার আগে নীচে প্রাইভেসি অপশন এ ক্লিক করুন।

এখন আপনি হয়তো নীচে দেখতে পাবেন কমেন্ট অপশন টি আছে কী না। অপশন টি দিজেবল থাকলে এনাবল করে দিবেন।

এরপরও শেয়ার এ ক্লিক করে শেয়ার করে দিবেন।

নিচে আমার শেয়ার করা স্টোরি টি দেখতে পাচ্ছি। এখন আমি অন্য একটা আইডি তে যাবো। গিয়ে কমেন্ট করার চেষ্টা করবো। দেখি পারি কী না।

আমি already অন্য একটা আইডি তে চলে এসেছি যেখানে আমার শেয়ার করা স্টোরি টি দেখা যাচ্ছে। তো আমি কমেন্ট করার জন্যে স্টোরি তে ক্লিক করলাম।

নিচে দেওয়া এই চিহ্ন তে ক্লিক করলাম।

এরপর দেখুন। কমেন্ট করার অপশন দেখা যাচ্ছে। এবং ছোটো করে লেখা mds friends can see your comment. অর্থাৎ যে আইডি থেকে কমেন্ট করেছি সেই আইডি এর ফ্রেন্ড রা আমার কমেন্ট দেখতে পারবে।

তো আমি এখানে কিছু কমেন্ট করে দিলাম। এরপর আমি আবার সেই আগের আইডি তে ঢুকে দেখবো কমেন্ট টি পেয়েছি নাকি।

তো আমি আমার আগের আইডি তে এসে পড়লাম। সামনেই আমার স্টোরি টি দেখা যাচ্ছে। তো আমি story তে ক্লিক করলাম।

এখানে দেখা যাচ্ছে কেউ একজন আমার স্টোরি এ ভিউ করেছে। আমি সেটার পাশে কমেন্ট অপশন এ ক্লিক করলাম।

এখানে আমার আগের আইডি করা কমেন্ট টি দেখা যাচ্ছে। এবং নীচে লেখা আছে যে, anyone who can see your story. Can see the comment. অর্থাৎ যারা আপনার story টি দেখতে পারবে তারা কমেন্ট টি ও দেখতে পারবে।

তো আমি এখানে কিছু রিপ্লাই করে দিলাম। এবং দেখা যাচ্ছে এইখান এ রিয়েক্ট এর ও অপশন আছে।

আজকের পোস্ট টি তাহলে এই পর্যন্তই থাক। আপনারা সকলেই ভাল থাকুন। সুস্থ থাকুন। আর কোনো সমস্যা হলে আমাকে জানান। আর আমার পরবর্তী পোস্ট টি কিসের উপর চান সেটি আমাকে জনিয়ে দিন কমেন্টে, জিমেইল এ, অথবা টুইটারে।
জিমেইল: marufkhan1215@gmail.com
Twitter: 1215maruf

The post ফেসবুক এর নতুন আপডেট! এখন কমেন্ট করতে পারবেন স্টোরি তেও! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/etjQyz7
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269