BLANTERVIO103

একনজরে বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট সমূহের তালিকা দেখে নিন

একনজরে বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট সমূহের তালিকা দেখে নিন
Monday, July 25, 2022
বাংলাদেশের জনপ্রিয় ব্লগসাইট সমূহের তালিকা

আসসালামু-অলাইকুম, বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় ওয়েবসাইটের শেষ নেই,ওয়ার্ডপ্রেস ও ব্লগস্পট এর কারণে ব্লগিং খুবি সহজ হয়ে গিয়েছে আর এর হার বেড়েই চলছে। বাংলাদেশ ও কিন্তু তার বাহিরে নয়।অনেকেই বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট বা ব্লগের তালিকা চেয়েছেনমূলত তাদের জন্য এই পোস্ট টি। 

সব বাংলা ব্লগ একসাথে তালিকাভুক্ত কর সম্ভব নয়, আমি চেস্টা করেছি জনপ্রিয় সব সাইট গুলো এখানে তুলে ধরতে তারপরেও যদি কোন সাইট বাদ পড়ে যায় তবে কমেন্টে  সাইটের লিংক সহ বিস্তারিত,রিভিও করে মানসম্মত হলে এই তালিকায় যুক্ত করা হবে।


ব্লগ কি? 

উইকিপিডিয়ার ভাষায় ব্লগ হলো ব্যাক্তি কেন্দ্রিক দিনলিপি বা পত্রিকা,এটি ওয়েবব্লগ ভাষার সংক্ষিপ্তরুপ।যেই ব্যাক্তি ব্লগ লিখেন তাকে ব্লগার বলা হয়।


সোজাভাবে বলতে গেলে ব্লগ হলো একধরনের ডায়েরি, মানুষ প্রতিদিন যেমন ডায়েরিতে লিখে রাখে তেমন ব্লগেও প্রতিদিন নতুন নতুন কনটেন্ট যোগ করা হয়।


বেশিরভাগ ব্লগই কোন একটা নির্দিষ্ট বিষয়সম্পর্কিত ধারাবিবরণী নিয়ে লেখা হয়ে থাকে। ব্লগ হলো লেখা, ছবি, অন্য ব্লগ, ওয়েব পৃষ্ঠা, এ বিষয়ের অন্যান্য ওয়েব সাইটের লিংক ইত্যাদির সমাহার। ব্লগের অন্যতম একটি দিক হচ্ছে পাঠকদের মন্তব্য করার সুযোগ দেয়া। যাতে তারা তাদের মনের ভাব কমেন্টে প্রকাশ করতে পারে।



কিছু কিছু ব্লগ আবার বিভিন্ন প্রকার শিল্প (আর্ট ব্লগ), ছবি (ফটোব্লগ), ভিডিও (ভিডিও ব্লগিং), সঙ্গীত (এমপিথ্রিব্লগ) আর অডিও (পডকাস্টিং) ইত্যাদির উপর গড়ে উঠে। 




ব্লগে এডসেন্স এর মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে আয় করার একটি মাধ্যম তৈরী হয়েছে, যার কারনে ব্লগ তৈরীর উপর আগ্রহ বেড়েই চলছে।





ব্লগিং প্লাটফর্ম কি?

যে সমস্ত ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি ব্লগ তৈরি করা যায়, এগুলোকে ব্লগিং প্ল্যাটফর্ম বলা হয়। বর্তমানে কিছু জনপ্রিয় ব্লগিং প্লাটফর্মের মধ্যে গুগলের ব্লগারওয়ার্ডপ্রেস অন্যতম।

বাংলা ভাষায় প্রথম ব্লগ কি?

২০০৫ সালের প্রথম মাস থেকে শুরু হয় বাংলা ব্লগিং এর ইতিহাস। বাংলা ভাষার প্রথম ব্লগ সামহোয়্যার ইন ব্লগ।যেটি এখনো চলমান রয়েছে।



ব্লগের প্রকারভেদঃ

বিভিন্ন ধরণের ব্লগ রয়েছে, শুধুমাত্র বিষয়বস্তুর ধরণেই নয়, বিষয়বস্তু বিতরণ বা লেখার পদ্ধতির উপর ভিত্তি করেও ব্লগের প্রকারভেদ করা হয়।

ব্যক্তিগত ব্লগ
ব্যক্তিগত ব্লগ হল একটি অনলাইন ডায়েরি বা মতামত যা একটি দলের পরিবর্তে কেবল একজন ব্যক্তি লিখে থাকেন।

সাধারণ ব্লগ

প্রযুক্তি বিষয়ক ব্লগ

শিক্ষামূলক ব্লগ সমূহ

টেলি কমিউনিকেশন বিষয়ক বাংলা ব্লগ

ব্যাংকিং বিষয়ক বাংলা ব্লগ


স্বাস্থ্য এবং রূপচর্চা বিষয়ক বাংলা ব্লগ  

প্রশ্নোত্তর সাইট 

বাংলা ফোরাম
সাহিত্য এবং গল্প কবিতা বিষয়ক বাংলা ব্লগ

ইসলামিক বাংলা ব্লগ
বাংলা কোর্স করার (+ব্লগ) সাইট
বাংলা ফ্রিল্যান্সিং সাইট সমূহ

বাংলা পিডিএফ ডাওনলোড সাইট 





বাংলা জনপ্রিয় পত্রিকার তালিকা

  1. প্রথম আলো 
  2. বাংলাদেশ প্রতিদিন 
  3. কালের কণ্ঠ 
  4. যুগান্তর 
  5. ইত্তেফাক 
  6. আমাদের সময় 
  7. জনকণ্ঠ 
  8. সমকাল সংবাদ
  9. ভোরের কাগজ 
  10. আমাদের নতুন সময় 
  11. মানবকণ্ঠ 
  12. প্রতিদিনের সংবাদ 
  13. ইনকিলাব
  14. বাংলাদেশের খবর 
  15. আমার সংবাদ 
  16. আমাদের অর্থনীতি 
  17. মানবজমিন 
  18. ভোরের ডাক 
  19. আমার বার্তা 
  20. ভোরের পাতা 
  21. নবচেতনা 
  22. ঢাকা প্রতিদিন 
  23. খোলা কাগজ
  24. গণকণ্ঠ 
  25. জনবাণী 
  26. হাজারিকা প্রতিদিন 
  27. স্বাধীন বাংলা 
  28. ভোরের দর্পণ 
  29. সময়ের আলো
  30. যায়যায়দিন



























The post একনজরে বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট সমূহের তালিকা দেখে নিন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/naBXOEi
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269