BLANTERVIO103

পরিচিত হয়ে নিন ই-বুক ও জনপ্রিয় কয়েকটি ই-বুক রিডারের সাথে

পরিচিত হয়ে নিন ই-বুক ও জনপ্রিয় কয়েকটি ই-বুক রিডারের সাথে
Saturday, July 30, 2022

জেনে নিন সারা বিশ্বে জনপ্রিয় এমন কয়েকটি সেরা ইবুক রিডার সম্পকে

ই-বুক শব্দটির সাথে পরিচিত না থাকলেও আমরা মুটামুটিভাবে ই-বুকের সাথে পরিচিত । আমরা নিজের অজান্তেই ই-বুকের সাথে পরিচিত আছি । এই ইবুক ও ইবুকের ব্যবহার সম্পকে চলুন একটু জেনে নিই ।

ই-বুক কী??

ই-বুক শব্দটির পূণরুপ হলো ইলেক্ট্রনিক বুক বা বই । যে সকল বই সমূহ ইলেক্ট্রনিক রুপে সংরক্ষণ করা হয় এবং পরবতীতে তা পুনরায় ব্যবহার করা যায়,এরূপ বইগুলোকে এক কথায় ই-বুক বলে । আজকাল অধিকাংশ বই এই পদ্ধতিতে সংরক্ষিত আছে । এই ই-বুক সাধারণত ৫টি পদ্ধতিতে প্রকাশিত হয় । এগুলো যথাক্রমে নিম্নে প্রকাশিত হলো :

১। ই-বুক প্রথমত বিভিন্ন ফরম্যাটে ফাইল আকারে প্রকাশিত হয় । এই ফাইলগুলোর মধ্যে উল্লেখযোগ্য : পিডিএফ .pdf(পোটেবল ডকুমেন্ট ফরম্যাট), টেক্সট(.txt), জিপ (.zip) ইত্যাদি ।

২। বিভিন্ন ওয়েবসাইট Html (Hyper text ) আকারে প্রকাশিত হয় ।

৩। অনেক সময় ই-বুক নিজেই একটি অ্যাপস আকারে প্রকাশিত হয় ।

৪। ভিডিও, ছবি, এনিমেশন ইত্যাদি বইয়ের সাথে যুক্ত করে Smart ই-বুক তৈরি করে প্রকাশিত করা হয় । অনেক সময় এই ই-বুক একটি নিদিষ্ট হাডওয়্যারে চলে । উদাহরণ হিসেবে ওপেন কম্পিউটারসের তৈরি আইবুকের কথা বলা যেতে পারে । এটি শুধুমাত্র আইপ্যাড বা ম্যাক কম্পিউটারে ভালোভাবে পড়া যায় ।

৫। ই-বুকের সাথে বাড়তি সুবিধা নিয়ে ভিন্ন ভিন্ন ফরম্যাটে এক বিশেষ ধরনের ই-বুক প্রকাশ করা হয় । এগুলোর বেশিরভাগ EPUB ফরম্যাটে প্রকাশিত হয় ।

জনপ্রিয় কয়েকটি ই-বুক রিডার

ই-বুক সংরক্ষণ করলেই তো আর মানুষের সুবিধার পরিপূরক হয় না । সেগুলো যদি ব্যবহারের উপযোগী না হয় তাহলে সংরক্ষণ করাটাই বোকামির হবে । এই ই-বুক ব্যবহারের জন্য তৈরি হয়েছে ই-বুক রিডার । তো এরকম কয়েকটি জনপ্রিয় ই-বুক রিডারের নাম ও তাদের উপকারিতা সম্পকে জেনে নেওয়া যাক । যেসকল ই-বুক রিডার নিয়ে আলোচনা করা হয়েছেঃ

১। গুগল ড্রাইভ
২। কিন্ডল
৩। আইবুক রিডার
৪। এডোব রিডার

গুগল ড্রাইভ (Google drive) ::

ইন্টারনেট জগতের এক মানবদরদীর নাম বলা যেতে পারে গুগলকে । পৃথিবীর এক বৃহদংশকে নিয়ে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে গুগল । গুগল বিশেষ কিছু সুবিধা দিয়েছে । তাদের মধ্যে অন্যতম গুগল ড্রাইভ । নিজের প্রাইভেসিকে রক্ষা করার সুযোগ দিচ্ছে এটি । পিডিএফ ফাইল ও অন্যান্য ই-বুক সহজেই যেকোন ইন্টারনেট সংযোগকৃত মোবাইলে পড়া যায় । এর আরও একটি সুবিধা হচ্ছে যে কেউ এখানে নিজের গুরুত্বপূণ ফাইল আপলোড করে রেখে দিতে পারে । ই-বুকের যেকোন পেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্যদের সাথে সহজে ভাগাভাগি করা যায় । প্রিন্টার যুক্ত কম্পিউটারের সাহায্যে ই-বুকের যেকোন পেজ প্রিন্ট করা যায় গুগল ড্রাইভের সাহায্যে ।

কিন্ডল (kindle):

Amazon.com কতৃক প্রকাশিত জনপ্রিয় ই-বুক রিডার কিন্ডল । পিডিএফ,টেক্সট ও অন্যান্য ফাইল ওপেন করা যায় । এমনকি ছবি থেকে পিডিএফ ফাইল তৈরি করা যায় এই অ্যাপের সাহায্যে ।

আইবুক রিডার :

সাধারণত EPUB ফরম্যাটের ফাইলগুলো এখানে ওপেন করা যায় । এই অ্যাপগুলো কিছু নিদিষ্ট ডিভাইসে ভালোভাবে ব্যবহার করা যায় ।

এডোব রিডার (Adobe reader)::

ই-বুকের জন্য শ্রেষ্ঠ রিডার এডোব রিডারকে বিবেচনা করা যেতে পারে । ই-বুক ওপেন করা থেকে প্রিন্ট করা পযন্ত সকল কাজ করা যায় এর সাহায্যে । এমনকি স্ক্যানারের সাহায্যে স্ক্যানারকৃত লেখাগুলো এডোব রিডারের সাহায্যে দেখা যায় । পিডিএফ ফাইল সংশোধন, ডিজাইন করা যায় । Smart টিভিতে এই অ্যাপটি কাযকর ।

তো বন্ধুরা । আজ এতটুকুই ছিল । সবাইকে পহেলা মুহার্রামের অগ্রিম সুভেচ্ছা ।

The post পরিচিত হয়ে নিন ই-বুক ও জনপ্রিয় কয়েকটি ই-বুক রিডারের সাথে appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/p96OBhA
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269