আজকের Tutorial এ আমরা শিখবো কীভাবে আপনি C++ Programming এ for loop use করবেন
প্রথমে আলোচনা করা যাক loop নিয়ে
অনেকেই জানেন না যে loop কী?loop আসলে এমন একটা প্রোগ্রাম যেটা Use করে আমরা যেকোনো প্রোগ্রাম কে বার বার চালাতে পারি।এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।আর প্রোগ্রামিং এ Loop অনেক উপকারি।
এবার আলোচনা করা যাক for loop নিয়ে।
C++ এ ৩টি loop আছে যেগুলো হলো: while,do while,for।এই loop গুলোর মধ্যে for loop অনেক কাজের।যেমন: C++ এ Array এর সব index এর value একবারে দেখতে for loop use করা যেতে পারে।এছাড়াও for loop এর অনেক use রয়েছে।
এবার আলোচনা করা যাক for loop কিভাবে কাজ করে।
for loop প্রথমে একটি int variable initialize করে এবং তারপর দেখে কখন loop টি বন্ধ হবে এবং variable এর value এক এক করে বাড়তে থাকে।এর ব্যাতিক্রম ভাবেও for loop বানানো যায় তবে সাধারনত এভাবেই বানানো হয়।
এখন for loop এর Format টি দেখা যাক।
for([initialize variable];[condition];[value changing system]){
}
এখন এর একটি উদাহরণ দেখা যাক।
for(int i = 0;i<4;i++){ }
এখানে প্রথমে i নামের একটি variable initialize করা হয়েছে।যার Datatype int এবং এর পরে i<4 দ্বারা বোঝানো হয়েছে যে যতক্ষণ i এর value 4 এর থেকে কম থাকবে ততক্ষণ loop চলবে।আর i++ দ্বারা বোঝানো হয়েছে প্রতিবার i এর value এক করে বৃদ্ধি পাবে।
নিচে একটি ছবির মাধ্যমে তা বোঝানো হলো:
এবার আমরা একটি কোড দেখে নেই যেখানে for loop use করা হয়েছে:
#include using namespace std; int main() { for (int i = 0;i<4;i++){ cout<<i<<endl; } return 0; }
এখানে আগের মতই for loop কাজ করছে এবং প্রতিবার i এর value এক করে বৃদ্ধি পাচ্ছে।প্রথমে i এর value 0 এবং i<4 হওয়া পর্যন্ত value এক করে বৃদ্ধি পাবে।এখানে endl ব্যবহার করা হয়েছে যাতে প্রতিটি সংখ্যা একটি নতুন লাইন এ শো করে।
তাই এই কোড এর Output হবে:
আজকে এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন।কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
সবাই ভালো থাকবেন।আল্লাহ হাফেজ।
Visit করতে পারেন আমারা Website Zubayer Tech
The post C++ এ কীভাবে for loop ব্যবহার করবেন? appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/uoOf0DA
via IFTTT
Emoticon