BDIX এর পূর্ণরূপ হল “Bangladesh Internet Exchange”.
এটি এমন একটি সেবা যা সাধারনত Broadband ISP (Internet Service Provider) গুলো দিয়ে থাকে।
সাধারনত প্রত্যেক ISP তাদের কাস্টমারদের উচ্চ গতিতে ফাইল ডাউনলোড এর সুবিধা প্রদান করার জন্য নিজস্ব FTP (File Transfer Protocol) Server ব্যাবহার করে থাকে।
এবং, BDIX এমন একটি সিস্টেম যা এই FTP Server গুলোকে একসাথে সংযুক্ত করে। অর্থাৎ FTP Server গুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে BDIX এর মাধ্যমে। যার ফলে কোনো একজন ব্যবহারকারী BDIX এর মাধ্যমে সহজেই দেশের একটি এলাকাতে থেকেও অন্য একটি এলাকার FTP Server থেকে উচ্চ গতিতে ফাইল ডাউনলোড করতে পারেন।
BDIX প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন পায় ২০১৪ সালে।
BDIX স্পীড কিভাবে বাইপাস করব?
BDIX স্পীড বাইপাস করার বিভিন্ন উপায় রয়েছে। তার মধ্যে অন্যতম হলো প্রক্সি ব্যবহার করা।
প্রক্সির জন্য আপনি নিচের সাইট ব্যবহার করতে পারেম। এখানে socks4, socks5, http প্রক্সি পেয়ে যাবেন। যা দিয়ে আপনি অনায়াসে foxy proxy estention দিয়ে স্পীড বাইপাস করে নিতে পারবেন।
সাইট লংক ঃ
http://proxydb.net/?country=BD
এছাড়া আপনি আপনার isp এর সাথে যোগাযোগ করে তাদের ftp server ব্যবহার করে BDIS স্পীড বাইপাস করে নিতে পারবেন।
অ্যাপ দিয়ে BDIX বাইপাস
panda vpn pro এর বাংলাদেশী serrver দিয়ে স্পীদ বাইপাস করা যায়।
যেহেতু বাংলাদেশী server প্রিমিয়াম তাই আপনি এটি ব্যবহার করতে হলে আপনাকে পেইড কিংবা মোড অ্যাপ ব্যবহার করতে হবে।
এর জন্য আপনি mirrordroid, rexdl এসকল নামকরা সাইট থেকে Panda vpn mod apk সংগ্রহ করতে পারেন।
এছাড়া আপনি চাইলে টেলিগ্রামের মাধ্যমেও এটি নিতে পারেন।
এর জন্য এখানে ক্লিক করুন
The post BDIX কি? BDIX স্পীড কিভাবে বাইপাস করব? appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/bEfRZuT
via IFTTT
Emoticon