BLANTERVIO103

ফোন লক, আনলক করার সেরা পদ্ধতি। যা আপনার ফোনকে দেবে দ্বিগুণ নিরাপত্তা।

ফোন লক, আনলক করার সেরা পদ্ধতি। যা আপনার ফোনকে দেবে দ্বিগুণ নিরাপত্তা।
Wednesday, July 13, 2022

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আপনি হয়তো অনেক ধরনের লক দেখেছেন। Pin, Pattern, Password, Passcode, Fingerprint, Face Unlock, Voice Unlock, ইত্যাদি।

আপনি এই যুগে আপনার স্মার্টফোনে কোনো লক ব্যবহার করবেন না, তা কি করে হয় ? আজ আমি আপনাকে কিছুটা Advanced, Interesting লকের কথা বলবো, যা আপনার ফোনকে সুরক্ষা তো দিবেই সাথে অন্য কেউ আপনার ফোন আনলক করতে গেলে অবাক হয়ে যাবে, সে বুঝতেই পারবে না যে কিভাবে আনলক করতে হবে।

এই লক সিস্টেম আপনার কাছে খুব সহজ হবে, কিন্তু অন্যদের কাছে না বুঝতে পারলে কঠিন।

এই লকের জন্য প্লে স্টোর থেকে একটা ছোট অ্যাপ ইন্সটল করতে হবে। যার নাম:

Picture Password – Lock Screen & Notification

অ্যাপটা ওপেন করে আপনার ফোনের লক স্ক্রীনের জন্য একটা ওয়ালপেপার সেট করে নিন। পছন্দ মতো বেছে নিন আপনার ওয়ালপেপার অথবা + আইকনে ক্লিক করে গ্যালারির যেকোনো ফটোকে ওয়ারপেপার হিসেবে সেট করুন। লক স্ক্রীনের জন্য ওয়ালপেপার সেট হয়ে গেলে Picture Password সেট করে নিন, এটা অবশ্যই করতে হবে। পাশাপাশি একটা Passcode সেট করে নিন যেন পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করতে পারেন। এই লক ব্যবহার করার জন্য আপনার যেটা দরকার তা হলো:

★ফটো
★বাছাই করা একটা সংখ্যার নাম্বার
★ফটোর মধ্যে নাম্বারের অবস্থান

এই তিনটা কাজ করতে হবে, প্রথমবার। এবার ব্যাকগ্ৰাউন্ডের জন্য একটা ওয়ালপেপার সেট করে নিন, আপনি এখানেও + আইকনে ক্লিক করে ইচ্ছা করলে গ্যালারির যেকোনো ফটোকে ওয়ারপেপার হিসেবে সেট করতে পারবেন। এখন আপনি যে ১ টা নাম্বার দিয়ে ফোন আনলক করতে চান, সেই একটা নাম্বার বেছে নিন। উদাহরণ হিসেবে আমি 5 নাম্বার বেছে নিয়েছি। আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম্বার বেছে নিন। এখন আপনার নাম্বার ছবির কোন জায়গায় এনে আনলক করতে চান, সেখানে নিয়ে গিয়ে Next এ ক্লিক করুন। উদাহরণ হিসেবে আমি আমার নাম্বার এখানে সেট করেছি। আপনি আপনার পছন্দমত সেট করুন। আনলক করার জায়গা সেট করার পর OK করে Next করে দিন। এখন আপনার বাছাই করা নাম্বার ওয়ালপেপার এ যে জায়গায় সেট করেছেন সেখানে সেই নাম্বার নিয়ে Ok করুন। শুধুমাত্র প্রথমবার Ok করতে হবে, পরেরবার আপনার বাছাই করা নাম্বার ওয়ালপেপার এ যে জায়গায় সেট করেছেন সেখানে সেই নাম্বার নিয়ে গেলেই অটোমেটিক আনলক হয়ে যাবে। আপনার সব সেটিং করা হয়ে গেলে এটা অন করে দিন। ফোন তাড়াতাড়ি আনলক করতে আপনার ফোনের সিস্টেম লক বন্ধ করে দিন। এখন আপনার কাজ শেষ‌। আপনি এখন Picture Password অ্যাপ থেকে বেরিয়ে ফোনের স্ক্রীন অফ করে ২ সেকেন্ড পর আবার অন করে দেখবেন ফোনে লক সেট হয়ে গেছে। এবার আপনার ফোনের স্ক্রীন Swip Up বা নিচে থেকে উপরে তুলে আপনার বাছাই করা নাম্বার ওয়ালপেপারের সেট করা জায়গায় নিয়ে যান দেখবেন অটোমেটিক আনলক হয়ে যাবে।

এই অ্যাপটা আপনার একবার হলেও ব্যবহার করে দেখা দরকার। অ্যাপটা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

Download Picture Password

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 🙂

The post ফোন লক, আনলক করার সেরা পদ্ধতি। যা আপনার ফোনকে দেবে দ্বিগুণ নিরাপত্তা। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/LnsICg8
via IFTTT
Share This Article :
Protiva

TAMBAHKAN KOMENTAR

3621301750812344269