আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে যেকোন লিংক কে সর্ট করবেন। মানে এতো বড় URL আমরা চাইলে ছোট করে ব্যবহার করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যারা ফিশিং করে তাদের জন্য ও উপকার কারণ ফিশিং লিংক গুলোর URL দেখলে বুঝা যায় সেটা ফিশিং কিন্তু যদি সেই লিংকটি সর্ট করা হয় তাও আবার জনপ্রিয় সর্ট লিংক হয় তাহলে তো কথাই নাই।
ইউ আর এল (URL) শর্ট কি ?
ইউ আর এল শর্টিং হলো একটি ছোট URL তৈরি করার একটি প্রক্রিয়া যা একটি দীর্ঘ URL ঠিকানা কে ছোট করে থাকে । অনেক ইউ আর এল ওয়েবসাইট ইউ আর এল শর্টনিং সেবা প্রদান করে থাকেন । একটি ‘‘URL shortener’’ এমন একটি ওয়েব সাইট যা একটি সংক্ষিপ্ত ইউনিফর্ম রিসোর্স লোকেটার (URL) বা ওয়েব পৃষ্ঠা ঠিকানা দীর্ঘতর থেকে তৈরি করবে যাতে সংক্ষিপ্ত সংস্করণটি মনে রাখা এবংপ্রবেশ করা সহজ হয় তার পরিবর্তে ব্যবহার করা যেতে পারে।
ইউআরএল শর্টিং ব্যবহার করার গুরুত্ব কি?
ইউ আর এল শর্টিং এর অনেক সুবিধা আছে। আমরা দীর্ঘ URL কে ছোট করে দেখতে পারি । এবং তা সহজে যেকোন জায়গায় বসাতে পারি । কিন্তু দীর্ঘ URL অনেক অসুবিধা হয় ।তাই ছোট URL এর গুরুত্ব অনেক । আসুন জেনে নেওয়া যাক এর প্রয়োজনীয়তা ।
১. সহজে বোঝার জন্য ছোট URL দরকার।
২. প্রতিটি ব্যক্তি দীর্ঘ URL পছন্দ করে না।
৩. সংক্ষিপ্ত ইউআরএল মনে রাখা সহজ।
৪. বেশিরভাগ ইউআরএল সংক্ষিপ্ত কোম্পানি ছোট ইউআরএল দেখার জন্য অর্থ প্রদান করে। তাই অনলাইনে অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে। কিন্তু termux দিয়ে যেই লিংক সর্ট করবো সেটা দিয়ে অর্থ উপার্জন করা সম্ভব না।
৫. আপনার সাইটে ছোট URL ব্যবহার করুন । তা দেখতে সুন্দর লাগবে।
৬.ছোট url এর মাধ্যমে আপনি সহজে জানতে পারবেন ,আপনার সাইটে কত ভিজিটর আসে ।
৭.আপনি ভিজিটরদের আচরণ বুঝতে পারবেন। তারা কি চাই তাও জানতে পারবেন।
তো চলুন শুরু করা যাক।
প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো।
pkg update -y
Kali Linux Command
apt update -y
এখন termux কে আপগ্রেড করে নিবো।
pkg upgrade -y
Kali Linux Command
apt update -y
আমরা এখন পাইথন প্যাকেজটি ডাউনলোড করবো।
pkg install python
Kali Linux Command
apt install python
এখন আমরা গিটহাব থেকে টুলসটি ডাউনলোড করবো।
git clone https://ift.tt/9YSrLdX
ডাউনলোড শেষ হলে আমরা টুলসটি ভিতরে প্রবেশ করবো।
cd Urlshortener
এখন আমরা টুলসটি রান করবো।
Termux Run Command
python Urlshortener.py
Kali Linux Run Command
python3 Urlshortener.py
দেখতেই পাচ্ছেন চারটি অপশন আছে সর্ট করার জন্য আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারবেন। আমি আপনাদের দেখানোর জন্য ১ নাম্বারটা সিলেক্ট করলাম।
এখন কাজ হচ্ছে যে আপনি যেই লিংকটি সর্ট করতে চাচ্ছেন সেই লিংকটি দেওয়া এবং ইন্টার করবেন।
দেখতেই পাচ্ছেন আমার লিংকটি সর্ট হয়ে গেছে। এইভাবে আপনিও লিংক সর্ট করতে পারবেন। তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
The post Termux দিয়ে কিভাবে যেকোন লিংক কে সর্ট করা যায় দেখে আসুন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/Vi1k50z
via IFTTT
Emoticon